শিরোনাম |
গণঅভ্যুত্থানে সামনে থেকে ছাত্রজনতা নেতৃত্ব দিলেও পেছন থেকে রাজনৈতিক দলগুলো পরিকল্পিতভাবে মাস্টারপ্লান করে সামনের দিকে অগ্রসর হয়েছে। সেই পরিকল্পনা গণঅধিকার পরিষদ দিয়েছে বলে দাবি করেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান।
বুধবার বিকেলে ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় কমিটি জেলা বিএনপিকে গণঅধিকার পরিষদকে রাজনৈতিক সহযোগিতা করার চিঠি দিয়েছে। গণঅধিকার পরিষদ এখনো কোন দলের সাথে জোট করার সিদ্ধান্ত নেইনি’। তবে চিঠি দেয়ার কারণ জানা নেই দাবি করে রাশেদ খান বলেন, ‘এটি বিএনপির দলীয় সিদ্ধান্ত। আগামী দিনে গণঅধিকার পরিষদ তিনশ আসনে প্রার্থী দেবে।’
ঝিনাইদহ জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে মতবিনিময় সভায় দলের কেন্দ্রীয় সহসভাপতি মাজেদুল ইসলাম, জেলা সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজনসহ অন্যান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।