gramerkagoj
মঙ্গলবার ● ১২ নভেম্বর ২০২৪ ২৮ কার্তিক ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
নড়াইলে সেনা অভিযানে বিপুল দেশি অস্ত্রসহ আটক ৬
প্রকাশ : বুধবার, ৩০ অক্টোবর , ২০২৪, ০৯:৩৩:০০ পিএম
আব্দুল কাদের, নড়াইল:
GK_2024-10-30_672252042d72d.jpg

নড়াইলের কালিয়ায় সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) মধ্যরাতে তাদেরকে আটক করা হয়। এ সময় আটকদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার করা হয়।
আটকরা হলেন কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের নফসের বিশ্বাসের ছেলে ইউপি সদস্য রাজু বিশ্বাস (৩২) ও কিসলু বিশ্বাস (৩৬), একই গ্রামের মিজানুর রহমানের ছেলে জনি শেখ (২৭), জাহাঙ্গীর আলমের ছেলে মোহাম্মদ মনির, জিলমান শেখের ছেলে শোয়েব শেখ (৩২) এবং মাধবপাশা গ্রামের শাহাদাত সরদারের ছেলে আরিফুল সরদার (৩৮)। সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি এয়ারগান, ১৮টি বড় চাকু, তিনটি ছোট চাকু, একটি হকিস্টিক, ১৪টি কাঁচি, নয়টি দা, পাঁচটি রামদা, দুটি চাপাতি, একটি কুড়াল, তিনটি মদের বোতল এবং পাঁচটি ঢালসহ ছয়জনকে আটক করা হয়।
আটকদের কালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় সেনাবাহিনী।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝