শিরোনাম |
যশোরে আবারও বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় যশোরে নতুন করে আরও ১৭ জন শনাক্ত হয়েছেন। প্রতিদিন বর্হির্বিভাগ থেকে চিকিৎসা নিচ্ছে কমপক্ষে ৩০ জন। যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৪৬ জন।
স্বাস্থ্য বিভাগ বলছে, ভর্তি রোগীদের মধ্যে জেনারেল হাসপাতালে ১২, অভয়নগরে ১২, বাঘারপাড়ায় ১, চৌগাছায় ৪, ঝিকরগাছায় ৮, কেশবপুরে ৫, মণিরামপুর ১ ও শার্শায় ৩ জন চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরে জেলায় সাতশ’ ৯০ রোগী শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন সাতশ’ ৩৭ ও মৃত্যু হয়েছে ৪ জনের।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন অর রশিদ জানান, মাঝে কিছুদিন আক্রান্তের সংখ্যা কম ছিল। গত দুই দিন ধরে আবারও আক্রান্তের সংখ্যা বাড়ছে। হাসপাতালে পর্যাপ্ত ওষুধ ও শয্যা মুজদ আছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এখনই সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। একইসাথে জ্বর হলে অবহেলা না করে দ্রুত হাসপাতালে এসে চিকিৎসা নিতে হবে বলেও জানিয়েছেন।