শিরোনাম |
ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ হামলায় লেবাননের বালবেক অঞ্চলের দুটি শহরে ৮ মহিলাসহ ১৯ জন নিহত হয়েছে। লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, তিনি আশা করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের দূত আমোস হোচস্টেইন আলোচনার জন্য তেল আবিবে ভ্রমণ করার ফলে আগামী কয়েক ঘণ্টা বা দিনের মধ্যে ইসরায়েলের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করা হবে। খবর আল জাজিরার।
অপরদিকে উত্তর গাজার কর্মকর্তারা বেইত লাহিয়াকে একটি ‘দুর্যোগ অঞ্চল’ ঘোষণা করেছেন। কারণ ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণে ব্যাপক বেসামরিক লোক হতাহতের ঘটনা ঘটছে। সর্বশেষ হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে।
ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, নুর শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় এক ‘শিশু’ নিহত এবং একজন গুরুতর আহত হয়েছে। তবে নিহতের বয়স উল্লেখ করেনি নিউজ এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে আমরা জানিয়েছিলাম ইসরায়েলি সামরিক বাহিনী অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম শহরের কাছে ক্যাম্পের প্রধান চত্বরে ড্রোন হামলা চালিয়েছে।
ইসরায়েলি বাহিনী শহরটিতে হামলা চালিয়েছে এবং সাম্প্রতিক ঘন্টাগুলোতে ক্যাম্পটি অবরোধ করেছে। ফলে ওই এলাকায় ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে।