শিরোনাম |
গতানুগতিক কোন নির্বাচন নয় পি আর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে নির্বাচন, ছাত্র জনতার গনঅভ্যুথানে সংগঠিত গন হত্যার বিচার ও বিগত সরকারের দূর্ণীতিবাজদের অর্থ বায়েজাপ্ত করার দাবিতে গন সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশে।
নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে বুধবার সন্ধ্যায় এই গন সমাবেশের আয়োজন করে সংগঠনটির নিঝুমদ্বীপ সাংগঠনিক থানা শাখা।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নিঝুমদ্বীপ সাংগঠনিক শাখার সভাপতি মুফতি মো: ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা দক্ষিন শাখার সহ সভাপতি মাওলানা ফিরোজ আলম। বক্তব্য রাখেন মাওলানা শহীদুল ইসলাম, ইকবাল হোসাইন, সামছুল হক সৌরভ, মাওলানা নুরুল ইসলাম শরীফ মাওলানা ইব্রাহীম প্রমূখ।
সমাবেশকে কেন্দ্র করে বিকালের পর থেকে ইসলামী আন্দোলনের সমর্থকরা বিভিন্ন অঞ্চল থেকে ছোট ছোট মিছিল নিয়ে সভাস্থলে এসে উপস্থিত হয়। সন্ধ্যার পর নিঝুমদ্বীপ পরিষদ মাঠ অনেকটা লোকে লোকারন্য হয়ে যায়।
সমাবেশে বক্তারা বলেন, গতানুগতিক নির্বাচন ব্যবস্থা বাতিল। সংখ্যানুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ৫ আগষ্ট আন্দোলনে সকল গনহত্যার বিচার করতে হবে। এছাড়া আওয়ামীলীগ সরকারের দূর্ণীতি বাজদের বিচারের আওতায় এরে তাদের সম্পদ বায়েজাপ্ত করতে হবে। তারা আরো বলেন কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সারা দেশে ইসলামী আন্দোলন বিভিন্ন উপজেলায় এ ধরনের গন সমাবেশের আয়োজন করছে। সন্ধ্যার পর শুরু হয়ে এই সমাবশে চলে রাত ৮টা পর্যন্ত।