gramerkagoj
শুক্রবার ● ১৩ ডিসেম্বর ২০২৪ ২৯ অগ্রহায়ণ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ তিন মাস বেতন বন্ধ

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ
প্রকাশ : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর , ২০২৪, ১১:৩৭:০০ এএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-10-31_67231812e2cc8.jpg

নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে। শিরোপা জয়ের আনন্দে যখন মেতে আছে সবাই, তখন হতাশা ঝরে পড়েছে কোচ বাটলারের কণ্ঠে। সেই হতাশায় বাংলাদেশকে বিদায় জানিয়ে দিয়েছেন এই সাফজয়ী কোচ।
বাংলাদেশ নারী দলের দায়িত্ব গ্রহণের পর থেকেই নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে এই ইংলিশ কোচকে। সদ্য শেষ হওয়া নারী সাফের মাঝ পথেও তার বিরুদ্ধে সিনিয়রদের দেখতে না পারার অভিযোগ তোলা হয়েছিল। এর বাইরেও বোর্ডের সঙ্গে নানা ইস্যুতে সমস্যা চলছিল তার। যার কারণে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরির মেয়াদ থাকলেও বাংলাদেশ নারী দলকে বিদায় বলে দিয়েছেন এই কোচ।
সাফ জয়ের দিন একটি সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, নেপালের বিপক্ষে ম্যাচটিই তার বাংলাদেশের কোচিংয়ের শেষ ম্যাচ ছিল। সাফ জয়ের পরও কেন চাকরি ছাড়তে চাইছেন জানতে চাইলে তিনি জানান, আমি সত্যিই ক্লান্ত। কোচিং ক্যারিয়ারে এতটা সমস্যায় আগে পড়িনি।
বাংলাদেশে কি সমস্যা হচ্ছে জানতে চাইলে পিটার বলেন, তিন মাস হলো বেতন পাচ্ছি না। এরপর অনেকের খবরদারি। কী আর বলব। সব মিলিয়ে আমি একটু হতাশ।
বেশি দিন হয়নি বাংলাদেশ নারী ফুটবলের দায়িত্ব নিয়েছেন পিটার। তাকে মূলত আনা হয় বাফুফের এলিট একাডেমিতে কাজ করার জন্য। বছরখানেক সেখানে কোচিং করিয়ে গত মার্চে নারী ফুটবল দলের দায়িত্ব নেন। আর দায়িত্ব নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখতে বড় ভূমিকা পালন করেছেন তিনি।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝