শিরোনাম |
ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সাভারে গুলিবর্ষণ করে হত্যার অভিযোগের মামলায় আওয়ামী লীগ নেতা সেলিম মন্ডলকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে র্যাব।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক বাদল তালুকদার।
তিনি জানান, রাজধানীর মিরপুরে অভিযান পরিচালনা করে সেলিম মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। গতকাল রাতে তাকে থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার সেলিম মণ্ডল সাভার উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক। তিনি বিরুলিয়া ইউনিয়ন পরিষদেরও সাবেক চেয়ারম্যান।
সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া বলেন, সেলিম মণ্ডলকে গ্রেপ্তার করে থানায় দিয়েছে র্যাব। তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে অন্যান্য আসামিদের সঙ্গে আজ আদালতে পাঠানো হবে।