gramerkagoj
শুক্রবার ● ১৩ ডিসেম্বর ২০২৪ ২৮ অগ্রহায়ণ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ভারতের অশান্ত মণিপুরে বন্দুকযুদ্ধে ১১ বিদ্রোহী নিহত
প্রকাশ : মঙ্গলবার, ১২ নভেম্বর , ২০২৪, ০১:৫৯:০০ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
GK_2024-11-12_67330894c38db.jpg

ভারতের অশান্ত মণিপুরে জিজিরাম জেলায় নিরাপত্তা বাহিনীর (সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স) সঙ্গে বন্দুকযুদ্ধে ১১ জন কুকি বিদ্রোহী নিহত হয়েছেন। এ সময় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের কিছু সদস্যও আহত হন।
স্থানীয়রা জানান, কুকি বিদ্রোহীরা হঠাৎ জিজিরামের একটি থানায় দুই দিক থেকে আক্রমণ শুরু করে। এই থানার পাশেই একটি বাস্তুচ্যুত মানুষের ক্যাম্প ছিল। ধারণা করা হচ্ছে, তারা এই ক্যাম্প লক্ষ্য করেই আক্রমণটি চালিয়েছে। তবে জিজিরামের এই পুলিশ ক্যাম্পে এর আগেও বেশ কয়েকবার এমন আক্রমণ চালিয়েছিল কুকি বিদ্রোহীরা।
আক্রমণের পর কুকি বিদ্রোহীরা থানা থেকে ১ কিলোমিটার দূরে জাকুরাডোর-কারং নামে একটি গ্রামে ঢুকে পড়ে। সেখানে তারা বেশ কিছু বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এর একপর্যায়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়।
গত সপ্তাহে নতুন করে সহিংসতা শুরু হলে জিজিরামে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। তবে আজকের এ ঘটনার পরে উত্তেজনা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
একই রাজ্যে গত বৃহস্পতিবার সন্দেহভাজন মেইতেই বিদ্রোহীরা হমার উপজাতির একজন নারীকে হত্যা করেছিল। পরে তারা জিরিবামের কিছু ঘরবাড়িতে আগুন দেয়। নিহত নারীর স্বামী অভিযোগ করেন, হত্যার আগে তাঁর স্ত্রীকে ধর্ষণ করা হয়েছিল। এ ঘটনার ঠিক একদিন পরেই মেইতেই সম্প্রদায়ের আরেক নারী ধান ক্ষেতে কাজ করার সময় সন্দেহভাজন কুকি বিদ্রোহীদের গুলিতে নিহত হন।
সোমবার সকালেও সন্দেহভাজন কুকি বিদ্রোহীরা মণিপুরের রাজধানী ইম্ফলের পূর্ব জেলার একটি পাহাড় থেকে গুলি চালায় এবং এতে একজন কৃষক আহত হন। এ অবস্থায় ধান কাটার মৌসুমে কৃষকেরা তাদের ক্ষেতে যেতে ভয় পাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝