gramerkagoj
শুক্রবার ● ১৩ ডিসেম্বর ২০২৪ ২৮ অগ্রহায়ণ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
যশোরে প্রতিবন্ধী শিশুদের নিয়ে নান্দনিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশ : মঙ্গলবার, ১২ নভেম্বর , ২০২৪, ০২:০৭:০০ পিএম
কাগজ সংবাদ ::
GK_2024-11-12_67330eb019ac1.jpg

যশোরে বাঁচতে শেখার উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের চিত্রাঙ্কন, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের  আয়োজন করা হয়। প্রতিবন্ধী শিশুদের জীবনের মান উন্নয়নের লক্ষে দুইদিন ব্যাপি অন্তর্ভুক্তিমূলক চিত্রাঙ্কন, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

মঙ্গলবার সকালে চিত্রাংকন প্রতিযোগিতা দুপুরে বাঁচতে শেখা অডিটোরিয়ামে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণের মধ্যদিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁচতে শেখার নিবার্হী পরিচালক ডক্টর এ্যান্জেলা গমেজ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের জেলা প্রতিবন্ধী বিষয় কর্মকর্তা মুনা আফরিন। সুইট প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর ইসলাম স্বপন।

চাইল্ড ইমপাওয়ারমেন্ট প্রোগ্রামের উদ্যোগে সিডিডি ও লিলিয়ন ফান্ড এর সহায়তায় অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন প্রোগ্রাম ফোকাল পারসন হিমেল সঞ্জীব কিস্কু ও সনজিত কুমার লষ্কার, প্রসাশনিক কর্মকর্তা দিপক কুমার রায়, সিবিআর অফিসার শিউলী মির্জা ও সাথী বিশ্বাস।

আলোচনা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝