gramerkagoj
শুক্রবার ● ১৩ ডিসেম্বর ২০২৪ ২৮ অগ্রহায়ণ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
সিংড়ায় ইউএনও'র বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ
প্রকাশ : মঙ্গলবার, ১২ নভেম্বর , ২০২৪, ০৪:২৬:০০ পিএম
সিংড়া (নাটোর) প্রতিনিধি:
GK_2024-11-12_673328dc7f963.jpg

নাটোরের সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা'র বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ ও প্রতিবাদ সভা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১১টা হতে দুপুর ২টা পর্যন্ত নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ড এলাকা অবরোধ করেন। এসময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রব্বানী সরদার, সিংড়া থানার ওসি আসমাউল হক ও সেনাবাহিনীর কর্মকর্তারা এসে মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। দুপুর ১টার দিকে সদ্য বদলীকৃত ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা মহাসড়কে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। তবুও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যান।
ইউএনও হা-মীম তাবাসসুম প্রভার বদলি আদেশ প্রত্যাহার ও নবাগত ইউএনও মাজহারুল ইসলাম যেন নাটোর জেলার কোনো উপজেলায় যোগদান না করেন সে দাবি করে কর্মসূচি শেষ করেন।
দাবি না মানলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
এসময় বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাটোরের ছাত্র প্রতিনিধি মোঃ শিশির মাহমুদ, ও উদয় মিজান, সিংড়া উপজেলার ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান, আব্দুল মমিন, আদনান সরকার, নিস্তাক বিল্টু, শোয়াইব তামজিদ, সজিব সরদার ও রাকিবুল হাসান প্রমুখ।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর এক প্রজ্ঞাপনে ইউএনও হা-মীম তাবাসসুম প্রভাকে সিংড়া থেকে একই জেলার বাগাতিপাড়া উপজেলায় বদলির আদেশ দেওয়া হয়।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝