gramerkagoj
মঙ্গলবার ● ২৪ জুন ২০২৫ ১০ আষাঢ় ১৪৩২
gramerkagoj
আজ একযোগে বিশ্বের ২২ দেশে চলছে শাকিবের ‘দরদ’
প্রকাশ : শুক্রবার, ১৫ নভেম্বর , ২০২৪, ০১:০৯:০০ পিএম
বিনোদন ডেস্ক:
GK_2024-11-15_6736f2cf4109a.jpg

দেশের শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দরদ’ আজ মুক্তি পেয়েছে। প্যান ইন্ডিয়ার এই ছবিটি শুধু বাংলাদেশেই নয়, মুক্তি পেয়েছে বিশ্বের প্রায় ২২টি দেশের ২৫৭ প্রেক্ষাগৃহে। শুক্রবার (১৫ নভেম্বর) বাংলাদেশে ৮৪টি প্রেক্ষাগৃহে চলছে ‘দরদ’।
‘দরদ’ সিনেমা নিয়ে আশাবাদী নির্মাতা অনন্য মামুন। এ নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে তিনি বলেন, ‘খুব ভালো প্রতিক্রিয়া। পরপর শো হাউজফুল হচ্ছে। শুক্রবারের সব শো ইতোমধ্যে হাউজফুল হয়ে গিয়েছে। আশা করছি, সিনেমাটি নতুন নজির গড়বে।’
ভারতের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘দরদ’ সিনেমা। কিন্তু শুক্রবার ভারতে এটি মুক্তি পাচ্ছে না কেন? এ প্রশ্নের জবাবে অনন্য মামুন বলেন, “প্রথমে একসঙ্গেই মুক্তির পরিকল্পনা ছিল। কিন্তু পাইরেসির কথা ভেবে আমরা পিছিয়ে আসি। তাই বাংলাদেশে মুক্তির দুই সপ্তাহ পর ভারতে মুক্তি পাবে ‘দরদ’।”
ভারতীয় দর্শক সিনেমাটি দেখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন অনন্য মামুন। কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘গল্পটা ভারতের। ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রির অভিনেতারাও রয়েছেন। সর্বভারতীয় স্তরে সিনেমাটি মুক্তি পাবে। তাই মনে হচ্ছে, দর্শক সিনেমাটি দেখবেন।’
প্রায় পাঁচ বছর পর প্রথমবার কোনো উৎসব ছাড়াই শাকিব খানের সিনেমা মুক্তি পাচ্ছে। বিষয়টি নিয়ে তিনি চিন্তিত কিনা? জবাবে অনন্য মামুন বলেন, ‘শুরুতে একটু চিন্তা ছিল। কিন্তু যেভাবে দর্শকের প্রতিক্রিয়া পাচ্ছি, তার ফলে এখন আর চিন্তা হচ্ছে না। আশা করছি, সিনেমাটি দর্শকরা পছন্দ হবে।’
‘দরদ’ নিয়ে আশায় বুক বেঁধেছেন দেশের হল মলিকরা। তার কথায়, ‘প্রত্যেকেই সিনেমাটা দেখাতে আগ্রহী। প্রচুর ফোন আসছে। সিনেমা ব্যবসার সঙ্গে যুক্ত মানুষের কাছে আগামী কয়েক দিন খুব ভালো সময় হতে চলেছে।’
‘দরদ’ সিনেমায় শাকিব-সোনাল ছাড়াও অভিনয় করেছেন— বলিউডের রাহুল দেব। ওপার বাংলা থেকে রয়েছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন প্রমুখ।

আরও খবর

🔝