gramerkagoj
মঙ্গলবার ● ৪ নভেম্বর ২০২৫ ১৯ কার্তিক ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম ফার্মেসিতে পাইলস অপারেশন করেন ভুয়া ডাক্তার প্রভাত মণিরামপুরে পরকীয়ায় জেরে গৃহবধূ শিল্পীর আত্মহত্যা না হত্যা, স্বামী পুলিশ হেফাজতে মননোয়নকে কেন্দ্র করে বিএনপির একাংশের প্রতিবাদ মিছিল বিসিবি’র কাউন্সিলর নির্বাচিত হওয়ায় রাজুকে সংবর্ধনা প্রদান মণিরামপুর সীমান্তবর্তী মশিয়াহাটি বাজারে নারী-পুরুষকে বেঁধে স্বর্ণের দোকানে ডাকাতি দেখে নিন সারাদেশের কোন আসনে কে পেলেন বিএনপি’র মনোনয়ন থাই কোচের বিদায় ॥ আসছে ইরানি কোচ নভেম্বরেই মুশফিকের শততম টেস্ট যশোরের পাঁচ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে যশোরে স্বেচ্ছাসেবক দলের পানির ফিল্টার বিতরণ
এসব অপচেষ্টা কঠোরভাবে প্রতিরোধ দরকার
প্রকাশ : মঙ্গলবার, ২৬ নভেম্বর , ২০২৪, ০৯:০৫:০০ পিএম
সম্পাদকীয়:
GK_2024-11-26_6745e3d601958.jpg

প্রতারণার এক নতুন কৌশল যুক্ত হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গণে। পত্রিকান্তরে খবর বের হয়েছে, এক লাখ টাকা করে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে রাজধানীর শাহবাগে জনসমাগমের চেষ্টা করেছে একটি সংগঠন। প্রলোভনে পড়া লোকজন ও শাহবাগ থানা-পুলিশ এই তথ্য জানিয়েছে। এটা নিঃসন্দেহে একটা প্রতারণার উদ্যোগ বলেই সকলের ধারণা।
প্রলোভনে পড়া লোকজন বলছেন, ‘অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশ’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে বলা হয়, বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা হবে। শাহবাগে যারা উপস্থিত হবেন, তাদের এক লাখ টাকা করে ঋণ দেওয়া হবে। এদিকে, ‘বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি এক লাখ টাকা ঋণ দেওয়া হবে, এজন্য শাহবাগে বিশাল সমাবেশে জড়ো হতে হবে’-এমন কথা বলে রাজধানীর শাহবাগে লক্ষাধিক মানুষের সমাবেশের চেষ্টা করে পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ ওঠে অহিংস গণ অভ্যুত্থান নামের একটি সংগঠনের বিরুদ্ধে। এই অভিযোগে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক আ ব ম মোস্তফা আমীনকে আটক করেছে পুলিশ। সোমবার তাকে আটকের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খলিল মনসুর। ‘বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি এক লাখ টাকা ঋণ দেওয়া হবে, এজন্য শাহবাগে বিশাল সমাবেশে জড়ো হতে হবে।’ এমন কথা বলে রাজধানীর শাহবাগে লক্ষাধিক মানুষের সমাবেশের চেষ্টা করে পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ উঠেছে অহিংস গণঅভ্যুত্থান নামের একটি সংগঠনের বিরুদ্ধে।
রোববার দিনগত রাত ১টার পর থেকেই সারাদেশ থেকে বাস, পিক-আপ ও মাইক্রোবাসে করে ঢাকায় আসতে শুরু করে সাধারণ মানুষ। তবে পুলিশ ও শিক্ষার্থীরা তাদের বুঝিয়ে ফেরত পাঠিয়ে দেয়। জানা যায়, অহিংস গণঅভ্যুত্থান নামের সংগঠনটি সারাদেশের খেটে খাওয়া গরিব মানুষগুলোকে টার্গেট করে বিদেশে পাচার হওয়া টাকা ফেরত এনে সেগুলো বিনা সুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখায়। এর বিনিময়ে রেজিস্ট্রেশন ফি বাবদ জনপ্রতি এক হাজার করে টাকাও হাতিয়ে নেয় তারা। দেশে এমন প্রতারণার ঘটনা আরও ঘটার শঙ্কা রয়েছে। এসব অপচেষ্টা কঠোরভাবে প্রতিরোধ করা দরকার।

আরও খবর

🔝