gramerkagoj
শুক্রবার ● ১৩ ডিসেম্বর ২০২৪ ২৮ অগ্রহায়ণ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
বাংলাদেশের নারী ক্রিকেটারদের রেকর্ড গড়া জয়
প্রকাশ : বুধবার, ২৭ নভেম্বর , ২০২৪, ০৬:৩৬:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-11-27_674712fd822e0.JPG

আয়ারল্যান্ডের বিপক্ষে বুধবার মিরপুরে প্রথম ওয়ানডেতে বড় জয়ই পেয়েছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। সফরকারীদের বিপক্ষে পাওয়া ১৫৪ রানের জয়টি নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ব্যবধানের জয়ের রেকর্ড জ্যোতিদের।
এর আগে জয়ের রেকর্ড ছিল ১১৯ রানে। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইস্ট লন্ডনে জিতেছিলেন জ্যোতিরা। সেই ম্যাচে ২৫০ রান করে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েছিল বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে ২৫২ রানের দলীয় সর্বোচ্চ ইনিংস গড়ে বাংলাদেশ।
রেকর্ড জয়ের মূল কারিগর শারমিন আক্তার সুপ্তা। দেড় বছর পর খেলতে নেমে ৯৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। তবে চার রানের জন্য ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পাননি এই ব্যাটার। ১৪টি চারের ইনিংসে কিছুটা আক্ষেপ থাকলেও একটা জায়গা রেকর্ডই গড়েছেন তিনি। বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন ২৮ বছর বয়সী ব্যাটার। ৪১ বলে ফিফটি পূর্ণ করেছেন তিনি। আগের দ্রুততম ছিলেন রুমানা আহমেদ, পাকিস্তানের বিপক্ষে ৪৪ বলে।
সুপ্তার দুর্দান্ত ইনিংসের আগে অবশ্য দারুণ শুরু এনে দেন দুই ওপেনার ফারজানা হক পিংকি ও মুর্শিদা খাতুন। ওপেনিং জুটিতে ৫৯ রান যোগ করেন তারা। ৩৮ রানে মুর্শিদা ফিরলেও ফিফটি করেছেন পিংকি। ৬১ রানের ইনিংসটি খেলার পথে দ্বিতীয় উইকেটে সুপ্তার সঙ্গে ১০৪ রানের জুটি গড়েছেন পিংকি। পরে ২৮ রানের একটা ইনিংস খেলে দলীয় সর্বোচ্চ ২৫২ রানের রেকর্ড গড়তে অবদান রেখেছেন অধিনায়ক জ্যোতিও।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং ধসে পড়ে আয়ারল্যান্ড। প্রতিপক্ষের ১০ রানে দু’টি উইকেট তুলে নেন মারুফা আক্তার। ইনিংসের তৃতীয় ওভারে পর পর দুই বলে দু’টি উইকেট তুলে নিয়ে হ্যাট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন এই পেসার। অবশ্য তার পূর্ণতা পাননি। তার সেই উইকেট উদযাপনে পরে যোগ দেন অন্য বোলাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে পরে ৯৮ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রানের ইনিংস খেলেন ওপেনার সারাহ ফোর্বেস। বাংলাদেশের হয়ে ২৩ রানে তিনটি উইকেট নিয়ে সেরা বোলার যশোরের মেয়ে অফস্পিনার সুলতানা খাতুন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝