gramerkagoj
রবিবার ● ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম হাতীবান্ধায় আওয়ামী লীগ নেতা হাসেম তালুকদার গ্রেপ্তার আশুরায় ডুবে মরেছিল মিশরের দুঃশাসক ফেরাউন হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে হাজারো শিয়া মুসলিম মুস্তাফিজের বোলিং জাদুতে স্তব্ধ লঙ্কানরা, প্রশংসায় ভাসালেন লিয়ানাগে ওয়াইফাই পাসওয়ার্ড ছাড়াই ইন্টারনেট ব্যবহার? জেনে নিন সহজ তিনটি উপায় জোতার দুই বছরের সম্পূর্ণ বেতন পাবে তার পরিবার এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে রচিত ইতিহাস মালয়েশিয়া ফেরত ৩ বাংলাদেশির বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ নেই অপকর্মে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

❒ আইডিইবি'র ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী

ডিপ্লোমা প্রকৌশলীদের বৈষম্য দূর করার আহ্বান
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর , ২০২৪, ০৪:৪২:০০ পিএম
হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো:
GK_2024-11-28_6748400ba8186.jpg

রাজশাহীতে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আয়োজিত এ অনুষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীরা বলেছেন, দেশের উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কিন্তু তারা এখনও বৈষম্যের শিকার। অন্তর্বর্তী সরকার তাদের বৈষম্য দূর করবে বলে তারা আশা করেন।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় মহানগরীর টুলটুলিপাড়া মোড়ে আইডিইবি ভবনের সামনে বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আইডিইবির অন্তর্র্বতীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো: কবীর হোসেন। এরপর সেখান থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে আইডিইবি ভবনে ‘বৈষম্যহীন কর্মক্ষেত্র সময়ের দাবি’ প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, বাংলাদেশের সূচনালগ্ন থেকেই ডিপ্লোমা প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। কিন্তু এই ডিপ্লোমা প্রকৌশলীরা নানা বৈষম্যের শিকার। চাকরির ক্ষেত্রে পাঁচ বছর মেয়াদ পূর্তি হওয়ার পর তাদের পদোন্নতি পাওয়ার কথা থাকলেও তারা বৈষম্যের শিকার। তারা এই বৈষম্য দূর করার আহ্বান জানান।
আইডিইবির জেলা কমিটির সভাপতি প্রকৌশলী মো: আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- অন্তর্র্বতীকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন, জেলার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো: কামরুজ্জামান, কোষাধ্যক্ষ প্রকৌশলী আবু বাশির প্রমুখ। জেলা শাখার দপ্তর সম্পাদক প্রকৌশলী আহসান হাবিব অনুষ্ঠান সঞ্চালনা করেন।

আরও খবর

🔝