শিরোনাম |
জয়ের জন্য ১৯ বলে প্রয়োজন ১৩ রান। হাতে ছিল ছয়টি উইকেট। তারপরও গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি হ্যাম্পশায়ারের বিপক্ষে সুপার ওভারে এসে হেরেছে রংপুর রাইডার্স।
গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৩২ রানে অলআউট হয় হ্যাম্পশায়ার। লক্ষ্য তাড়ায় ১৯ বলে ১৩ রান দরকার হলেও এরপর তিন বলের ব্যবধানে রংপুরের দুই সেট ব্যাটার খুশদিল শাহ ও ওয়ানে ম্যাডসন রানআউট হন। বিপত্তির শুরু এখানেই।
শেষ ওভারে জয়ের জন্য রংপুরের দরকার সাত রান। জেমস ফুলারের করা ওই ওভারের তৃতীয় বলে আউট হন হারমিত সিং। ১২৮ রানে আট উইকেটের পতন। শেষ তিন বলে দরকার পাঁচ রান। স্ট্রাইকে রিশাদ হোসেন, ননস্ট্রাইকে মোহাম্মদ সাইফুউদ্দিন। বাংলাদেশি দুই ব্যাটারের ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ হয় টাই।
সুপার ওভারে রংপুর নেয় ১২ রান। লক্ষ্য তাড়ায় হ্যাম্পশায়ার জয় তুলে নেয় এক বল হাতে রেখেই। এর আগে হ্যাম্পশায়ারের হয়ে সর্বোচ্চ ৪১ বলে ৫৬ রান করেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ। ৩১ বলে ২৮ রান করেন ওপেনার ওলি অর। ১২ রান করে নেন টম প্রেস্ট ও জেমস ফুলার। এতে নির্ধারিত ২০ ওভার খেলে ইংল্যান্ডের দলটি অলআউট হয় ১৩২ রানে।
জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুুটিতে স্টিভেন টেইলরকে সঙ্গে নিয়ে ৪৬ রান করেন সৌম্য সরকার। ১২ বলে ২০ রান করে আউট হন টেইলর। সৌম্য করেন ২০ বলে ২৭ রান।
মাঝের দিকে কিছুটা চাপ থাকলেও দায়িত্বশীল ব্যাটিং করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখেন রংপুর অধিনায়ক নুরুল হাসান ও পাকিস্তানের খুশদিল শাহ। এক পর্যায়ে চার উইকেট রংপুরের রান ছিল ১২০। এরপরই তালগোল পাকিয়ে ফেলে তারা।
রংপুর রাইডার্সের পরের ম্যাচ আগামী রোববার অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার বিপক্ষে।