gramerkagoj
বুধবার ● ১৬ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম প্রবল বর্ষণে যশোরে সবজিসহ ৩১৯১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক যশোরে কুমারী সেজে দ্বিতীয় বিয়ে ও মালামাল আত্মসাৎ, স্বামীর আদালতে মামলা পাউবির ত্বরিত পদক্ষেপে বিকল স্লুইস গেট সচল মণিরামপুরে আব্দুল মান্নান হত্যার দায় স্বীকার ভাই ও ভাইপোর অস্ত্রসহ আটক রয়েল দুই দিনের রিমান্ডে শান্তির হ্যাট্রিকে ভুটানকে হারালো বাংলাদেশ চৌগাছায় টানা বৃষ্টিতে একশ হেক্টর আউশ ধান পানির নিচে, দুশ্চিন্তায় কৃষকরা যারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে তারা গণতন্ত্রের বন্ধু হতে পারে না: অমিত একটি মেডিক্যাল ক্যাম্প ও ভ্রমণ কাহিনী যশোরে একদিনের ব্যবধানে ফের আটটি স্বর্ণের বার উদ্ধার,  দুই পাচারকারী আটক
শ্রীলঙ্কা অলআউট ৪২ রানে
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর , ২০২৪, ০৬:৩২:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-11-28_67486a82e281c.JPG

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৪২ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কার ব্যাটাররা। যা তাদের ইতিহাসে সর্বনিম্ন রানের রেকর্ড। বলের হিসেবে কম বলে অলআউট হওয়ার নজির কেবল একটি। ১০০ বছর আগে ১৯২৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৭৩ বলে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা।
তবে রেকর্ডের লজ্জা থেকে একটুর জন্য নিজেদের নাম সরাতে পারেনি প্রোটিয়ারা। ডারবান টেস্টে প্রথম ইনিংসে তারাও খুব একটা স্বাচ্ছন্দ্যে ছিল না। গুটিয়ে যায় ১৯১ রানে। কিন্তু সেখানে শ্রীলঙ্কা যে দাঁড়ানোর সুযোগ পাবে না তা কে ভেবেছিল। মাত্র ১৩ রানে সাত উইকেট নিয়ে তাদের ব্যাটিং লাইনআপ ধ্বংসস্তুপে পরিণত করেন ইয়ানসেন। ১৯০৪ সালে অস্ট্রেলিয়ার হিউ ট্রাম্বলের পর প্রথম বোলার হিসেবে সাত ওভারের মধ্যে সাতটি উইকেট নেওয়ার ইতিহাস গড়লেন বাঁহাতি এই পেসার।
টেস্ট ইতিহাসে শ্রীলঙ্কার সংগ্রহটি যৌথভাবে ষষ্ঠ সর্বনিম্ন। নিজেদের ৪২ বছরের ইতিহাসে এর আগে কখনোই ৭০ রানের নিচে অলআউট হয়নি তারা। ১৯৯৪ সালে পাকিস্তানের বিপক্ষে ক্যান্ডিতে অলআউট হয়েছিল ৭১ রানে। সেটাই ছিল আগের সর্বনিম্ন।
লঙ্কানদের পাঁচজন ব্যাটারই সাজঘরে ফেরেন শূন্য রানে। দুই অঙ্ক ছুঁতে সক্ষম হন দু’জন। সর্বোচ্চ ১৩ রান আসে কামিন্দু মেন্ডিসের ব্যাট থেকে। এছাড়া দশ রান করে অপরাজিত থাকেন লাহিরু কুমারা।
দক্ষিণ আফ্রিকার ১৪৯ রানের লিড পাওয়ার পেছনে বড় কৃতিত্ব অধিনায়ক টেম্বা বাভুমারও। প্রতিকূল পরিস্থিতিতে ব্যাট হাতে প্রথম ইনিংসে ১১৭ বলে নয়টি চার ও একটি ছক্কায় ৭০ রানের ইনিংস খেলেন তিনি।

আরও খবর

🔝