শিরোনাম |
মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। এই পাঁচজনকে ভালোবেসে টাইগার ভক্তরা ‘পঞ্চপাণ্ডব’ বলে অভিহিত করেন। তাদের হাত ধরেই বাংলাদেশ অনেক ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে। তবে তারা সবাই এখন কোনো না কোনো ফরম্যাটে সাবেক খেলোয়াড়, কেউবা আবার জাতীয় দলের বাইরে। দ্রুতই বাংলাদেশের ক্রিকেটে অতীত হয়ে যাবেন ‘পঞ্চপান্ডব’ খ্যাত এই তারকারা।
মাশরাফী বিন মোর্ত্তজা সাবেক হয়ে গেছেন। মাহমুদউল্লাহ রিয়াদ শুধু ওয়ানডে খেলছেন। সাকিব আল হাসান এবং তামিম ইকবাল আছেন জাতীয় দলের বাইরে। শুধু মুশফিকুর রহিমই টেস্ট ও ওয়ানডেতে নিয়মিত খেলে যাচ্ছেন। আগামী বছর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স লিগের পরেই হয়ত আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় চার তারকার আনুষ্ঠানিক বিদায় হবে। এই পাঁচ তারকার সম্মানে অবসরের পর তাদের জার্সি তুলে রাখার পরামর্শ দিচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং নির্বাচক হান্নান সরকার।
বুধবার নিজের ফেসবুক পেজে আপলোড করা পাঁচ মিনিট ৩৫ সেকেন্ডের ভিডিওতে এমন প্রস্তাব দেন হান্নান সরকার। বিসিবির এই নির্বাচক বলেন, আমার একটা ইচ্ছা যে এমনটা করা যায় কি না। এটা আসলে সম্পূর্ণ বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে, বোর্ডের সঙ্গে রয়েছেন, সবাই মিলে চিন্তা করতে পারি। এটা আমার ব্যক্তিগতভাবে নিজের জায়গা থেকে চিন্তা করা। এই পাঁচজনের জার্সি নম্বরটা তাদের অর্জনকে মূল্যায়ন করে আলাদাভাবে রেখে দিতে পারি। এই জার্সি নম্বরগুলো হয়তোবা বাংলাদেশের নতুন কোনো ক্রিকেটারকে না দিয়ে তুলে রেখে দিলাম।
আন্তর্জাতিক ক্রিকেটে তাদের ট্রফি জিততে না পারার বাস্তবতাকে পাশে সরিয়ে ব্যক্তিগত অর্জনের বিষয়টি বিবেচনায় নিয়েই এমন প্রস্তাব দিয়েছেন হান্নান।