gramerkagoj
মঙ্গলবার ● ৩ ডিসেম্বর ২০২৪ ১৮ অগ্রহায়ণ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ডেঙ্গুতে ১১ মাসে ভর্তি রোগী ছাড়ালো ৮৯ হাজার
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর , ২০২৪, ০৭:৫৮:০০ পিএম
সম্পাদকীয়:
GK_2024-11-28_674877147d9cd.jpg

ডেঙ্গুর আগ্রাসন কোনোভাবেই কমছে না। বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাতে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ৮৯ হাজার ৬০৩ জন হয়েছে। গত একদিনে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ বছর মশাবাহিত এ রোগে মারা গেলেন ৪৭৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩০৬ জন, ঢাকা বিভাগে ২২৬ জন, ময়মনসিংহে ৩৭ জন, চট্টগ্রামে ৮০ জন, খুলনায় ১১৭ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন, রংপুর বিভাগে ১৭ জন, বরিশাল বিভাগে ৫০ জন এবং সিলেট বিভাগে ১৬ জন ভর্তি হয়েছেন। যে ৪ জন মারা গেছেন, তাদের মধ্যে বরিশাল বিভাগে দুইজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ২ জন চিকিৎসাধীন ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, বুধবার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮৫ হাজার ৮০৩ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৩২৫ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৩০২ জন; আর ২০২৩ ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি। এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৫৩ হাজার ৭৫২ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ হাজার ৮৫১ জন। এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে। সে মাসে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল। নভেম্বরের ২৭ দিনে ২৭ হাজার ৭৮৬ জন রোগী ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে ১৬০ জনের। এক মাসে এটাই সর্বোচ্চ মৃত্যু।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝