gramerkagoj
শনিবার ● ৩০ আগস্ট ২০২৫ ১৪ ভাদ্র ১৪৩২
gramerkagoj
সিঙ্গিয়া স্টেশনে ঢাকাগামী ট্রেনের স্টপেজ দাবিতে মানববন্ধন
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর , ২০২৪, ০৯:১৬:০০ পিএম
প্রেমবাগ (অভয়নগর) প্রতিনিধি:
GK_2024-11-28_674889774c939.jpg

যশোর সদর উপজেলার বসুন্দিয়ার সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনে ফুট ওভারব্রিজ নির্মাণ ও খুলনা-ঢাকা-খুলনা ট্রেন চলাচলে ঘোষিত সিডিউলে স্টপেজ রাখার দাবিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ মানববন্ধন করেছে।
বসুন্দিয়া এলাকাবাসীর পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হয়ে দেড়ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে প্রায় দুই হাজার ছাত্রছাত্রী, শিক্ষক, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা ফুটওভার ব্রিজ না থাকায় সিংগিয়া রেললাইন ও স্টেশনের দক্ষিণ ও উত্তর পাশে অবস্থিত কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্টেন ও মাদ্রাসার কমপক্ষে আড়াই হাজার শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার হতে বাধ্য হয়। যা নিয়ে অভিভাবকসহ সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
ঢাকা-খুলনা রুটের সদ্য প্রকাশিত সিডিউলের স্টপেজ হিসেবে বসুন্দিয়ার সিংগিয়া রেলওয়ে স্টেশনের নাম না থাকায় অতি দ্রুত সিডিউলভুক্ত করার দাবি জানান বক্তারা। তারা বলেন, বসুন্দিয়া একটি শিল্প এলাকা। বিভিন্ন দিক থেকে এই অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে এখানে দূরপাল্লার ট্রেনের স্টপেজ থাকা আবশ্যক।

আরও খবর

🔝