gramerkagoj
বুধবার ● ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
gramerkagoj
ইসকন নিষিদ্ধ চায় হেফাজত, জুমার পর বিক্ষোভ সমাবেশ
প্রকাশ : শুক্রবার, ২৯ নভেম্বর , ২০২৪, ১১:৪৩:০০ এএম
কাগজ ডেস্ক:
GK_2024-11-29_6749514596175.jpg

চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে এবং উগ্রবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর।
আজ শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজতে ইসলাম।
এর আগে বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখার বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বৈঠকে অংশ নেওয়া নেতারা দেশের পরাজিত শক্তি হিন্দুদের একটি অংশকে ব্যবহার করে বিশৃংখলা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেন। তারা বলেন, “ইসকন দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা চালাচ্ছে।”
এসময় উগ্রবাদী সংগঠন হিসেবে ইসকনকে নিষিদ্ধ করার জোর দাবি জানান হেফাজত নেতারা।

আরও খবর

🔝