gramerkagoj
মঙ্গলবার ● ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
gramerkagoj
আলোচিত চিন্ময়সহ ইসকনের ১৭ নেতার ব্যাংক হিসাব জব্দ
প্রকাশ : শুক্রবার, ২৯ নভেম্বর , ২০২৪, ১১:৪০:০০ এএম
ঢাকা অফিস:
GK_2024-11-29_6749540bc2df5.jpg

ইসকন থেকে বহিষ্কৃত আলোচিত নেতা চিন্ময় কৃষ্ণ দাসসহ ইসকন বাংলাদেশের ১৭ নেতার ব্যাংক হিসাব জব্দ করেছে দেশের আর্থিক গোয়েন্দা সংস্থা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ। সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বিএফআইইউয়ের সংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
হিসাব জব্দ করা ব্যক্তিদের নামে বা মালিকানা ব্যবসায়িক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট স্থগিত থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না তারা। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে বলে চিঠিতে জানানো হয়েছে।
চিন্ময় ছাড়া বাকিরা হচ্ছেন- কার্ত্তিক চন্দ্র দে, অনিক পাল, সরোজ রায়, সুশান্ত দাস, বিশ্ব কুমার সিংহ, চন্ডিদাস বালা, জয়দেব কর্মকার, লিপী রানী কর্মকার, সুধামা গৌর দাস, লক্ষণ কান্তি দাশ, প্রিয়তোষ দাশ, রূপন দাস, রূপন কুমার ধর, আশীষ পুরোহিত, জগদীশ চন্দ্র অধিকারী ও সজল দাস।
লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউয়ের চিঠিতে বলা হয়েছে। চিঠিতে হিসাব স্থগিত করা ব্যক্তিদের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।
বিএফআইইউর নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব হিসাব স্থগিত করা হয়েছে তাদের হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী যাবতীয় তথ্য চিঠি দেওয়ার তারিখ থেকে দুই কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে।
গত সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা চিন্ময় কৃষ্ণ দাসকে। তার নামে রাষ্ট্রদ্রোহ মামলা রয়েছে। পরদিন চট্টগ্রাম আদালতে তার জামিন শুনানি হয়। সেখানে বিচারক তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন চিন্ময়কে প্রিজন ভ্যানে করে কারাগারে নেওয়ার পথে তার অনুসারীরা বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে চিন্ময় অনুসারীদের সংঘর্ষ হয়। তারই মাঝে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় ইতোমধ্যে কয়েকজন গ্রেপ্তার হয়েছেন।

আরও খবর

🔝