gramerkagoj
সোমবার ● ১ সেপ্টেম্বর ২০২৫ ১৬ ভাদ্র ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম খুলনায় সাংবাদিক বুলুর রহস্যজনক মৃত্যু গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে আহত চবির ১৮০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ৬০ মহেশপুরে ৩ ক্লিনিকে মোবাইল কোর্ট: জরিমানা ও সিলগালা কেশবপুরের তারেক সরদার হত্যা মামলায় তিনজনের ২ দিনের রিমান্ড মঞ্জুর যশোরে সোনা চোরাচালানকারী সন্দেহে একজন আটক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় প্রধান শিক্ষকসহ ৬ জনের বিরুদ্ধে শিক্ষকের মামলা রেলগেট পশ্চিমপাড়ার আলোচিত সাগরের বিরুদ্ধে আদালতে মামলা যশোরে দেড় কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক যশোরে ইট দিয়ে মেরে নারীর মাথা থেঁতলে দিলো যুগল যশোরে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে নারীর আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন যুবক

❒ সাগরে গভীর নিম্নচাপ

দেশের চার বিভাগে বৃষ্টি হতে পারে
প্রকাশ : শুক্রবার, ২৯ নভেম্বর , ২০২৪, ১২:২৪:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-11-29_67495e2b3933a.jpg

আগামী তিন দিন দেশের চার বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়েছে। যা আজ (শুক্রবার) সকাল ৬টায় একই এলাকায় (১০ দশমিক ৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮২ দশমিক ৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে যেতে পারে। তবে এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার প্রভাবে আগামী তিন দিন দেশের ৪টি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমানের সই করা পূর্বাভাসে বৃষ্টিপাতের সম্ভাবনা সম্পর্কে বলা হয়েছে, গভীর নিম্নচাপের প্রভাবে শুক্রবার ও শনিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে এবং রোববার খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-একটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক (শুকনা) থাকতে পারে।
একইসঙ্গে আজ ও আগামীকাল সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আর রোববার (১ ডিসেম্বর) সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমার সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে এবং অন্যান্য অঞ্চলে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
অপরদিকে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা পর্যালোচনায় রাত ও দিনের তাপমাত্রা ক্রমশ কমতে পারে বলেও জানানো হয়েছে।

আরও খবর

🔝