gramerkagoj
বুধবার ● ১৬ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম প্রবল বর্ষণে যশোরে সবজিসহ ৩১৯১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক যশোরে কুমারী সেজে দ্বিতীয় বিয়ে ও মালামাল আত্মসাৎ, স্বামীর আদালতে মামলা পাউবির ত্বরিত পদক্ষেপে বিকল স্লুইস গেট সচল মণিরামপুরে আব্দুল মান্নান হত্যার দায় স্বীকার ভাই ও ভাইপোর অস্ত্রসহ আটক রয়েল দুই দিনের রিমান্ডে শান্তির হ্যাট্রিকে ভুটানকে হারালো বাংলাদেশ চৌগাছায় টানা বৃষ্টিতে একশ হেক্টর আউশ ধান পানির নিচে, দুশ্চিন্তায় কৃষকরা যারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে তারা গণতন্ত্রের বন্ধু হতে পারে না: অমিত একটি মেডিক্যাল ক্যাম্প ও ভ্রমণ কাহিনী যশোরে একদিনের ব্যবধানে ফের আটটি স্বর্ণের বার উদ্ধার,  দুই পাচারকারী আটক
সীমান্তে ফের মিয়ানমারের গোলাবর্ষণের শব্দ, আতঙ্কে সীমান্তবাসী
প্রকাশ : শুক্রবার, ২৯ নভেম্বর , ২০২৪, ১২:৩৬:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-11-29_67495f8797714.jpg

কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমার থেকে আবারও গোলাগুলি ও মর্টার শেলের বিকট আওয়াজ ভেসে এসেছে। বৃহস্পতিবার রাত ৯টায় সীমান্তে যুদ্ধ বিমানের হামলায় টেকনাফের জাদিমুড়া থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত কেঁপে উঠেছে। এতে ভয়ে সীমান্তের কাছাকাছি মানুষজন ঘর থেকে বেরিয়ে আসেন। সীমান্ত এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
টেকনাফ পৌরসভার বাসিন্দা কেফায়েরত উল্লাহ। সীমান্তের কাছাকাছি জালিয়া পাড়ার বাসিন্দা। তিনি বলেন, রাতে হঠাৎ সীমান্তে পর পর দুটি গোলার বিকট শব্দ পাওয়া গেছে। এতে ঘর থেকে লোকজন বেরিয়ে পরেন। এছাড়া সীমান্তে যুদ্ধ বিমান দেখা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সীমান্তের খোঁজ খবর রাখেন এমন এক সরকারি কর্মকর্তা বলেন, ‘অনেক দিন পর সীমান্তে গোলার বিকট শব্দ পাওয়া গেছে। পরে খোঁজ নিয়ে জানা গেছে, রাখাইনের পেরাংপুল ও আশিক্ক্যা পাড়ায় জান্তা সরকার যুদ্ধবিমান নিয়ে হামলা করেছে। মূলত আরকান আর্মির দখলে থাকা চৌকি উদ্ধারে নতুন করে হামলা চালাচ্ছে। ফলে নতুন করে সীমান্তে অনুপ্রবেশের শঙ্কাও বাড়তে পারে।
এ বিষয়ে টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নিজামী বলেন, মিয়ানমারের গোলার বিকট শব্দে আমার বাসভবনও কেঁপে উঠেছে। এ ধরনের হামলায় সীমান্তের লোকজন যাতে আতঙ্কিত না হয় সেজন্য খোঁজ খবর রাখা হচ্ছে। পাশাপাশি সীমান্তে আমাদের কোস্ট গার্ড-বিজিবি সদস্যরা সর্তক অবস্থানে রয়েছে।
বাংলাদেশ সীমান্তবর্তী টেকনাফের বাসিন্দা মোহাম্মদ জসিম বলেন, এ ধরনের গোলার শব্দ আগে পাওয়া যায়নি। যার ফলে লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সীমান্তে আগুনের কুন্ডুলি, যুদ্ধবিমানও দেখা গেছে। আমরা খুব ভয়ের মধ্য আছি।
সীমান্তে বিজিবি সর্তক অবস্থানে আছে উল্লেখ করে বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের (ভারপ্রাপ্ত) অধিনায়ক মেজর মোহাম্মদ ইশতিয়াক মুর্শেদ বলেন, অনুপ্রবেশ রোধে সীমান্তে বিজিবি তৎপর রয়েছে।

আরও খবর

🔝