gramerkagoj
রবিবার ● ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে হাজারো শিয়া মুসলিম মুস্তাফিজের বোলিং জাদুতে স্তব্ধ লঙ্কানরা, প্রশংসায় ভাসালেন লিয়ানাগে ওয়াইফাই পাসওয়ার্ড ছাড়াই ইন্টারনেট ব্যবহার? জেনে নিন সহজ তিনটি উপায় জোতার দুই বছরের সম্পূর্ণ বেতন পাবে তার পরিবার এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে রচিত ইতিহাস মালয়েশিয়া ফেরত ৩ বাংলাদেশির বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ নেই অপকর্মে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা পলাশবাড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণে উপসহকারী প্রকৌশলীর দুর্নীতি অভিযোগ ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল 'আমেরিকা পার্টি' গঠনের ঘোষণা
বাজারে আবারও বোতলজাত সয়াবিন তেলের সংকট
প্রকাশ : শুক্রবার, ২৯ নভেম্বর , ২০২৪, ০২:৪৩:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-11-29_67497d67ac2fa.jpg

বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট থাকায় সরকার ভোজ্যতেল আমদানিতে মূল্য সংযোজন কর (মূসক) কমালে সরবরাহ অনেকটা বাড়ে। তবে গত কয়েক দিন ধরে রাজধানীর বেশিরভাগ বাজারে বোতলজাত সয়াবিনের সরবরাহ আবারও কমেছে। চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না তেল।
শুক্রবার (২৯ নভেম্বর) বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম রাখা হচ্ছে ১৬৫ টাকা।
এদিকে, গত সপ্তাহের তুলনায় আলুর দাম কেজিতে ৫ টাকার মতো বেড়েছে। প্রতি কেজি পুরান আলু বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়। আর নতুন আলুর দাম কেজিতে ৯০ থেকে ১০০ টাকা।
বাজারে মোটা চাল, পেঁয়াজ, চিনি ও ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে। প্রতি কেজি মোটা চালের দাম ৩ থেকে ৪ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫৫ টাকায়। আমদানি করা পেঁয়াজ ১০০ ও দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে।
অপরদিকে উদপাদন বাড়ায় শীতকালীন সবজির দামও কিছুটা কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। মূলা ৪০ টাকা, বেগুন ৭০ টাকা এবং প্রতি কেজি গাজর ও সিম বিক্রি হচ্ছে ৬০ টাকায়, প্রতিটি ফুলকপি ৬০ থেকে ৭০ টাকা।

আরও খবর

🔝