gramerkagoj
শুক্রবার ● ১৩ ডিসেম্বর ২০২৪ ২৮ অগ্রহায়ণ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
বাজারে আবারও বোতলজাত সয়াবিন তেলের সংকট
প্রকাশ : শুক্রবার, ২৯ নভেম্বর , ২০২৪, ০২:৪৩:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-11-29_67497d67ac2fa.jpg

বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট থাকায় সরকার ভোজ্যতেল আমদানিতে মূল্য সংযোজন কর (মূসক) কমালে সরবরাহ অনেকটা বাড়ে। তবে গত কয়েক দিন ধরে রাজধানীর বেশিরভাগ বাজারে বোতলজাত সয়াবিনের সরবরাহ আবারও কমেছে। চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না তেল।
শুক্রবার (২৯ নভেম্বর) বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম রাখা হচ্ছে ১৬৫ টাকা।
এদিকে, গত সপ্তাহের তুলনায় আলুর দাম কেজিতে ৫ টাকার মতো বেড়েছে। প্রতি কেজি পুরান আলু বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়। আর নতুন আলুর দাম কেজিতে ৯০ থেকে ১০০ টাকা।
বাজারে মোটা চাল, পেঁয়াজ, চিনি ও ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে। প্রতি কেজি মোটা চালের দাম ৩ থেকে ৪ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫৫ টাকায়। আমদানি করা পেঁয়াজ ১০০ ও দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে।
অপরদিকে উদপাদন বাড়ায় শীতকালীন সবজির দামও কিছুটা কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। মূলা ৪০ টাকা, বেগুন ৭০ টাকা এবং প্রতি কেজি গাজর ও সিম বিক্রি হচ্ছে ৬০ টাকায়, প্রতিটি ফুলকপি ৬০ থেকে ৭০ টাকা।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝