gramerkagoj
শুক্রবার ● ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম ৫ আগস্টের পর রামিম-তাশরিকদের আরেক ‘যুদ্ধ’ খোঁজা হচ্ছে নগদের ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের নেপথ্যের ব্যক্তিদের জনগণের প্রত্যাশা পূরণে দরকার একটি নির্বাচিত সরকার : নার্গিস বেগম ডায়াবিটিস নিয়ন্ত্রণে করলা: প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন এই তেঁতো ওষুধ ইতিহাস গড়া মেয়েদের অভিনন্দন যশোরে প্রেমে সাড়া না দেওয়ায় এসিড নিক্ষেপ, তরুণীসহ তিনজন আহত যশোরে চোরাই অটোরিকশার যন্ত্রাংশসহ আটক এক, তিনজনের নামে মামলা অস্ত্র মামলায় যশোর কাজীপাড়ার প্রান্তের ১৭ বছর কারাদন্ড খোঁজা হচ্ছে নগদের ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের নেপথ্যের ব্যক্তিদের যশোরে লাইলি-মজনুকেও হার মানালো রহিম-সোহাগীর প্রেম
আইনজীবী হত্যায় শেখ হাসিনাকে আসামি করতে হবে : মামুনুল হক
প্রকাশ : শুক্রবার, ২৯ নভেম্বর , ২০২৪, ০৭:২৫:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-11-29_6749c95bc673d.jpg

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে আসামি করতে হবে। শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর ইসকন নিষিদ্ধের দাবি ও চট্টগ্রামে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি জানান।
তিনি বলেন, ইসকনকে নিষিদ্ধ করতে হবে। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তুলবে হেফাজতে ইসলাম। মামুনুল হক অভিযোগ করেন, ভারত রক্তের হলি খেলতে চায়। তিনি বলেন, শহীদ আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। সৌদি ও চায়নার মতো ইসকনকে নিষিদ্ধ করতে হবে।
এ সমাবেশে বাংলাদেশ হেফাজতে ইসলামের নায়েবে আমির আহমদ আলী কাসেমী বলেছেন, ইসকনের নামে আওয়ামী লীগ আবার নতুন করে আসার চেষ্টা করছে। এখন পর্যন্ত কোনো হিন্দু ভাইদের গায়ে ফুলের টোকাও পড়েনি।
এছাড়া, হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী বলেন, ইসকন কোনো হিন্দু সংগঠন নয়, তারা একটি ‘জঙ্গি’ সংগঠন। ভারত এই দেশকে বিপথগামী করার চেষ্টা করছে, সেটা সফল হতে দেয়া যাবে না।

আরও খবর

🔝