gramerkagoj
শুক্রবার ● ১৩ ডিসেম্বর ২০২৪ ২৮ অগ্রহায়ণ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ ঝিনাইদহ আইনজীবী সমিতি নির্বাচন

বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল নিরঙ্কুশ বিজয়
প্রকাশ : শুক্রবার, ২৯ নভেম্বর , ২০২৪, ০৯:২৬:০০ পিএম
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
GK_2024-11-29_6749dd78cc21e.jpg

ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল নিরঙ্কুশভাবে বিজয় লাভ করেছে।
নির্বাচনে ১৯০ ভোট পেয়ে কাজী ইকরামুল হক আলম সভাপতি, ১৭৪ ভোট পেয়ে কাজী আলাউল হক আলো সহ-সভাপতি, ১৭৬ ভোট পেয়ে আব্দুর রশীদ বিশ^াস সাধারণ সম্পাদক ও ১৮৫ ভোট পেয়ে রিয়াজুল ইসলাম রিয়াজ সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মোট ১৭টি পদের মধ্যে ১৭টিতেই বিজয় অর্জন করেছে এই পরিষদ।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ঝিনাইদহ বারভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৭ পদের মধ্যে সভাপতিসহ ১১ পদে বিএনপি এবং সাধারণ সম্পাদকসহ ছয় পদে জামায়াত সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। তবে আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।
বিজয়ী অন্যরা হলেন আশরাফুল আলম-২ হিসাব নিরীক্ষক, মুশফিকুর ওয়ালিদ ইমরোজ সাহিত্য সংস্কৃতি গ্রন্থগার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক, আনোয়ারুল কবির ক্রীড়া ও প্রমোদ সম্পাদক, মোর্শেদ ইমাম ধর্মীয় ও আপ্যায়ন সম্পাদক এবং মোশারফ হোসেন, দবির হোসেন, আবু তালেব, আবু তৈয়ব, শামসুজ্জামান লাকী, আনোয়ারুল বাশার স্বপন, সাবিনা ইয়াসমিন, ইহসান উল্লাহ ও সরদার মনিরুল ইসলাম মিলটন সদস্য নির্বাচিত হয়েছেন।
অ্যাডভোকেট তারিকুল আলম প্রধান নির্বাচন কমিশনার, অ্যাডভোকেট পান্না বিশ^াস ও অ্যাডভোকেট রাকিবুল হাসানসহ তিন সদস্যের নির্বাচন কমিশনার এ নির্বাচন পরিচালনা করে। ৩২০ জন ভোটারের মধ্যে নির্বাচনে ২০৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে বিএনপি জামায়াত ঐক্য পরিষদের সবুজ প্যানেলে ১৭ জন, আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী পরিষদ প্যানেলে ১৭ জন ও স্বতন্ত্র গণতান্ত্রিক ঐক্য ফন্ট প্যানেলে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী পরিষদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকার অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝