শিরোনাম |
যশোরে ডিবি পুলিশের অভিযানে কিশোর গ্যাং চক্রের দুই সদস্যকে চাকুসহ আটক করা হয়েছে। তারা হলো উপশহর সারথী মিল এলাকার তরিকুল ইসলামের ছেলে তাসিন ইসলাম তৌহিদুল এবং উপশহর বি ব্লক এলাকার রমিজ মোল্লা।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপশহর সারথী মিল এলাকা থেকে ইজিবাইক থেকে তাদেরকে আটক করা হয়।
ডিবি পুলিশের এসআই আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে তারা শিশু ইজিবাইক চালক রোমানকে সাথে নিয়ে ইজিবাইকে করে ঘুরে বেড়াচ্ছিল। তাদের সন্দেহ হলে ইজিবাইক থামিয়ে তল্লাশি করে তাদের কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, আসামিরা কিশোর গ্যাং এর সদস্য। তারা ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন ভাড়া করে নিয়ে রাতে ঘুরে বেড়ায়। পরে সুযোগ বুঝে যাত্রীদের কাছ থেকে টাকা, গহনাসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে থাকে।