gramerkagoj
শুক্রবার ● ২১ নভেম্বর ২০২৫ ৭ অগ্রহায়ণ ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম ‘দু’পায়ে উঠে দাঁড়িয়ে আকাশ ছুঁয়েছে তারা’ কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিন্টু আর নেই প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সঙ্গে নাহিদ ইসলামের সৌজন্য সাক্ষাৎ ঝিকরগাছায় ভিপি সাদিক কায়েম : রাজনীতিতে নতুন দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে খালেদা জিয়া আগামী নির্বাচনে জাতি লাল কার্ড দেখাবে দুর্নীতিবাজদের বৈজ্ঞানিক কারণ, ইসলামি ব্যাখ্যা ও মানবজাতির জন্য শিক্ষা বিশেষজ্ঞদের সতর্কতা, বড় ধাক্কার আশঙ্কা বাড়ছে নবাবগঞ্জে ৭০০ মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ হিমালয়ের নিচে ভারতীয় টেকটোনিক প্লেট ভেঙে যাচ্ছে
যশোরে জেলা ইজতেমার শুরু
প্রকাশ : শুক্রবার, ২৯ নভেম্বর , ২০২৪, ১০:৫৬:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-11-29_6749f2fa3d437.jpg

যশোরে জুম্মার নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে উপশহর মারকাজ মসজিদ চত্বরে তিনদিনব্যাপী যশোর জেলা ইজতেমা শুরু হয়েছে। তাবলীগ জামায়াতের দিল্লি নিজাম উদ্দীন মার্কাজ মসজিদের আমির হযরত মাওলানা সাদের অনুসারীদের উদ্যোগে এই ইজতেমার আয়োজন করা হয়।
আমবায়ন করেন কাকরাইল মসজিদের মাওলানা সাইফুল্লাহ। জুম্মার নামাজ পড়ান উপশহর মার্কাজ মসজিদের মাওলানা শফি যশোরী। ফজরের নামাজের পর থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লীরা ইজতেমায় আসতে শুরু করেন। জুম্মার নামাজ শুরু হওয়ার আগে ইজতেমাস্থল মসুল্লীদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়।
ইজতেমা উপলক্ষে একদিন আগের থেকে মরক্কো, ইন্দোনয়েশিয়া, ভারতের তাবলীগ জামাতের সাথীরা ইজতেয়ায় আসেন। উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই কামাল জানান, ইজতেমায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে মসজিদের সামনের রোডে যানজটের নিরসনে ট্রাফিক পুলিশ নিয়োজিত আছে। রোববার সকালে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে ইজতেমা শেষ হবে।

আরও খবর

🔝