gramerkagoj
শুক্রবার ● ১৩ ডিসেম্বর ২০২৪ ২৮ অগ্রহায়ণ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
যশোরে জেলা ইজতেমার শুরু
প্রকাশ : শুক্রবার, ২৯ নভেম্বর , ২০২৪, ১০:৫৬:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-11-29_6749f2fa3d437.jpg

যশোরে জুম্মার নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে উপশহর মারকাজ মসজিদ চত্বরে তিনদিনব্যাপী যশোর জেলা ইজতেমা শুরু হয়েছে। তাবলীগ জামায়াতের দিল্লি নিজাম উদ্দীন মার্কাজ মসজিদের আমির হযরত মাওলানা সাদের অনুসারীদের উদ্যোগে এই ইজতেমার আয়োজন করা হয়।
আমবায়ন করেন কাকরাইল মসজিদের মাওলানা সাইফুল্লাহ। জুম্মার নামাজ পড়ান উপশহর মার্কাজ মসজিদের মাওলানা শফি যশোরী। ফজরের নামাজের পর থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লীরা ইজতেমায় আসতে শুরু করেন। জুম্মার নামাজ শুরু হওয়ার আগে ইজতেমাস্থল মসুল্লীদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়।
ইজতেমা উপলক্ষে একদিন আগের থেকে মরক্কো, ইন্দোনয়েশিয়া, ভারতের তাবলীগ জামাতের সাথীরা ইজতেয়ায় আসেন। উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই কামাল জানান, ইজতেমায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে মসজিদের সামনের রোডে যানজটের নিরসনে ট্রাফিক পুলিশ নিয়োজিত আছে। রোববার সকালে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে ইজতেমা শেষ হবে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝