gramerkagoj
শুক্রবার ● ১৩ ডিসেম্বর ২০২৪ ২৮ অগ্রহায়ণ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
নাজিরপুরে ছাত্রদলের উদ্যোগে আইনজীবী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
প্রকাশ : শনিবার, ৩০ নভেম্বর , ২০২৪, ১০:৫৭:০০ এএম
আল-আমিন হোসাইন, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি:
GK_2024-11-30_674a9760ee2e7.jpg

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে পিরোজপুরের নাজিরপুরে ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সদরে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বের হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মোড়ে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক অহিদুজ্জামান চঞ্চল, উপজেলা ছাত্রদল নেতা রাব্বি রায়হান প্রিন্স, শহীদ জিয়া কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাঈনুল ইসলাম মঈন, মালীখালী ইউনিয়ন সভাপতি মেহেদী হাসান, শাখারীকাঠী সভাপতি বাদশা মল্লিক, শেখমাঠিয়া ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদুল ইসলাম, অমিত মন্ডল, শাখারীকাঠী যুগ্ম সম্পাদক বুলবুল মল্লিক, মিলন মল্লিক প্রমূখ।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, খুনি হাসিনা ভারতে বসে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশকে অসাম্প্রদায়িক বাংলাদেশে পরিণত করতে যে পাঁয়তারা করছে তা হতে দিবো না।
তারা আরও বলেন, ফ্যাসিস্টদের দোসররা কখনো আনসার কখনো কিস্তিলীগ, রিকশালীগ, গার্মেন্টর্সলীগ আবার কখনো ইসকনলীগ হয়ে ফিরে আসছে। চট্টগ্রামে একজন আইনজীবিকে তারা হত্যা করেছে। আমরা সকল হত্যার বিচারের দাবী জানাচ্ছি।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝