gramerkagoj
শুক্রবার ● ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম ঢাকা-পাবনা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত অন্তত ১০ জন সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ৫ আগস্টের পর রামিম-তাশরিকদের আরেক ‘যুদ্ধ’ খোঁজা হচ্ছে নগদের ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের নেপথ্যের ব্যক্তিদের জনগণের প্রত্যাশা পূরণে দরকার একটি নির্বাচিত সরকার : নার্গিস বেগম ডায়াবিটিস নিয়ন্ত্রণে করলা: প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন এই তেঁতো ওষুধ ইতিহাস গড়া মেয়েদের অভিনন্দন যশোরে প্রেমে সাড়া না দেওয়ায় এসিড নিক্ষেপ, তরুণীসহ তিনজন আহত যশোরে চোরাই অটোরিকশার যন্ত্রাংশসহ আটক এক, তিনজনের নামে মামলা অস্ত্র মামলায় যশোর কাজীপাড়ার প্রান্তের ১৭ বছর কারাদন্ড

❒ পররাষ্ট্র উপদেষ্টা

ভারতীয় মিডিয়ার মিথ্যাচার স্বাভাবিক সম্পর্কের জন্য সহায়ক নয়
প্রকাশ : শনিবার, ৩০ নভেম্বর , ২০২৪, ০৫:১৪:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-11-30_674ae901a9d53.jpg

প্রতিবেশী দেশ ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশ সম্পর্কে যে মিথ্যাচার করছে তা দুদেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়ক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, দেশের সংবাদমাধ্যমগুলোর উচিত, ভারতীয় মিডিয়ার মিথ্যাচার তুলে আনা। তাদের এই বিষয়গুলো শক্তভাবে উপস্থাপন করা দরকার।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ–ভারত সম্পর্ক: প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।
জাতীয় ঐক্য না থাকার কারণে বাংলাদেশ অনেক ক্ষেত্রে পিছিয়ে গেছে মন্তব্য করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জাতীয় স্বার্থে অবশ্যই আমাদের জাতীয় ঐকমত্য দরকার। আমরা কারো জন্য হুমকি নই, কেউ আমাদের জন্য হুমকি হোক তাও চাই না।’
এছাড়া প্রতিবেশী বা শক্তিশালী দেশগুলোর প্রভাব বিস্তার প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, ‘প্রভাব বিস্তার থাকবেই। তবে কেউ যেন এসব অযাচিত প্রভাব বিস্তার করতে না পারে তা মোকাবিলার জন্য আমাদের ঘর গোছাতে হবে। আমাদের মূল উদ্দেশ্য থাকবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে সক্ষমতা বাড়ানো।’
বিভিন্ন দেশের সঙ্গে দেশের সম্পর্কের ধরন বিষয়ে অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা বলেন, ‘পরস্পরের স্বার্থ রক্ষিত হয়, এমন সম্পর্ক আমরা চাই।’
সীমান্ত হত্যা প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, ‘আমি অনেক দেশ ঘুরেছি। সব দেশেই অপরাধী আছে কিন্তু আপনি সীমান্তে গুলি করে মেরে ফেলতে পারেন না। ভারতের উচিত, সীমান্তে অপরাধীকে ধরা এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া ও প্রচলিত আইনে বিচার করা।’

আরও খবর

🔝