gramerkagoj
শনিবার ● ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম সাপের কামড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু মব জাস্টিস বরদাশত নয় : উপদেষ্টা রিজওয়ানা হাসান অপরাধী যত বড় নেতাই হোক, ছাড় নেই : র‍্যাব ডিজি শহিদুর রহমান জনগণের দাবি উপেক্ষা করে পুরোনো রাজনীতির পথে ফিরতে চায় একটি গোষ্ঠী নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির বিকল্প নেই ক্ষমতায় যাওয়ার আগেই চরিত্র এমন, তাহলে ক্ষমতায় গেলে কী হবে? ব্যবসায়ী সোহাগ হত্যা: দোষীদের শাস্তির দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মানববন্ধন কিসাস ভিত্তিক শাস্তির দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ কুষ্টিয়ার দৌলতপুরে ব্যবসায়ীকে মারধর, বাড়িতে হামলা ও গাড়িতে আগুন দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা
তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ড্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রকাশ : শনিবার, ৩০ নভেম্বর , ২০২৪, ১০:০৬:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-11-30_674b39b35e45b.jpg

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী স্মরণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোর জেলা শাখার আয়োজনে ও নগর বিএনপির সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী যশোর শহরের খড়কি আঞ্জুমানে খালেকিয়া এতিমখানায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রায় সাড়ে সাতশ’ এতিম শিক্ষার্থী রোগীকে সেবা ও ওষুধ প্রদান করা হয়। এছাড়া ক্যাম্পের মাধ্যমে রেজিস্ট্রেশনকৃত অপারেশন উপযোগী রোগীদের বিনামূল্যে অপারেশন করা হবে ঘোষণা করা হয়।
এদিন সকাল ৯টায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থীদের মেডিসিন, শিশু, চর্ম, কার্ডিওলজি, নেফ্রলজি, সার্জারি, নাক-কান-গলা, অর্থপেডিক, দন্ত এবং চক্ষু সেবা প্রদান করা হয়।
ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডাক্তার ওবায়দুল কাদির উজ্জ্বল, ডাক্তার আলাউদ্দিন আল মামুন ডাক্তার হাফিজুর রহমান, ডাক্তার আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন, ডাক্তার ইকবাল আহমেদ, ডাক্তার আতাহার তূর্য, ডাক্তার এম এ কাদের, ডাক্তার ওহিদুজ্জামান আজাদ, ডাক্তার আসাদুজ্জামান, অধ্যাপক হারুনুর রশিদ, ডাক্তার এবিএম দেলোয়ার হোসেন, ডাক্তার গাজী মোহাম্মদ শরীফ উদ্দিন, ডাক্তার হাবিবা সিদ্দিকা ফোয়ারা, ডাক্তার ফাতেমাতুজ জোহরা, ডাক্তার সেজুতি, অধ্যাপক নজরুল ইসলাম, ডাক্তার মাজহারুল ইসলাম রিপন ও ডাক্তার নাসিম জামান রিফাত।
মেডিকেল ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডাক্তার ওবায়দুল কাদের উজ্জ্বল, ডাক্তার ফারুক এহতেশাম পরাগ, ডাক্তার শরিফুল আলম খান, ডাক্তার এসএম নাজমুল হক, ডাক্তার আবু সাইদ আল মামুন, ডাক্তারএস এম রবিউল আলম, ডাক্তার মাশফিকুর রহমান স্বপন, ডাক্তার আবু হায়দার মোহাম্মদ মনিরুজ্জামান, ডাক্তার আহসান কবির বাপ্পি, ডাক্তার এসএম শহিদুল হক রাহাত, ডাক্তার তানভীর হায়দার তমাল ও ডাক্তার শাকির আহমেদ শুভ্র।

আরও খবর

🔝