gramerkagoj
শনিবার ● ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
gramerkagoj
ডুমুরিয়ায় যুবক গুলিবিদ্ধ
প্রকাশ : সোমবার, ২ ডিসেম্বর , ২০২৪, ১০:২৯:০০ পিএম
সাব্বির খান ডালিম, ডুমুরিয়া:
GK_2024-12-02_674de12a53ac5.JPG

খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর বাজারে সোমবার সন্ধ্যায় দুর্বৃত্তদের গুলিতে নাঈম সানা (১৯) নামে এক যুবক গুরুতর জখম হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার সন্ধ্যার দিকে উপজেলার মৈখালী গ্রামর খোসদেল সানার ছেলে নাঈম তার এক-বন্ধুর মোটরসাইকেলে উঠে উপজেলার ধানবুনিয়া এলাকার ‘কফি হাউস’ থেকে বাড়ি ফিরছিলেন। ওই সময় অপর দুটি মোটরসাইকেল তাদের পিছু তাড়া করে। তারা শরাফপুর বাজারে শাহিনুরের রাইচ মিলের সামনে পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত পরিচয় আততায়ী সামনের মোটরসাইকেলে থাকা নাঈমকে গুলি করে পালিয়ে যায়।
গুলির শব্দ শুনে চালক মোটরসাইকেল থামালে নাঈমের গায়ে রক্ত দেখতে পান। তখন এলাকার লোকজন এগিয়ে যেয়ে তাকে শরাফপুর বাজারের এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক নাঈমের বুকের নিচে গুলিবিদ্ধ অবস্থা দেখে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) পাঠান। খুমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, নাঈমের জরুরি চিকিৎসা চলছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, নাঈমকে গুলি করার কারণ সম্পর্কে এখনো তেমন কিছু জানা যায়নি।

আরও খবর

🔝