gramerkagoj
বৃহস্পতিবার ● ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুললেন সারজিস ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দিয়োগো জোতা চট্টগ্রামের প্রবীণ আইনজীবী ও বীর মুক্তিযোদ্ধা মির্জা কছির আর নেই ইসরায়েলকে অবিলম্বে পশ্চিম তীর দখলের আহ্বান কলাপাড়ায় প্রথমবারের মতো মৌসুমি ফল উৎসব আইনের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনে একমত বিএনপি ও জামায়াতে ইসলামী কর্মস্থলের দায়িত্ব : কাজে অবহেলা গুনাহর শামিল থানায় সংঘবদ্ধ হামলা : সাজাপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর শক্তি বৃদ্ধিতে আরও ৩০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মচারীদের কর্মবিরতি
তসলিমা নাসরিনের লজ্জা নাটক কলকাতায় নিষিদ্ধ করলেন মমতা
প্রকাশ : সোমবার, ২৩ ডিসেম্বর , ২০২৪, ০৭:৫৮:০০ পিএম
বিনোদন ডেস্ক:
GK_2024-12-23_67696f153a8cc.png

দেশ থেকে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের বিতর্কিত নাটক ‘লজ্জা’ পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন এই লেখক নিজেই।
যেখানে তসলিমা লিখেছেন, মমতা ব্যানার্জি আজ আমার লজ্জা নাটকটি পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করলেন। গোবরডাঙ্গায় আর হুগলির পাণ্ডুয়ার নাট্যউৎসবে লজ্জা নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা ছিল। দু’মাস যাবৎ বিজ্ঞাপন যাচ্ছে নাট্যউৎসবের। আর আজ, বলা নেই কওয়া নেই হঠাৎ মমতা ব্যানার্জির পুলিশ এসে জানিয়ে দিল, সব নাটক মঞ্চস্থ হবে, শুধু লজ্জা ছাড়া।
তসলিমা নাসরিন উল্লেখ করেন, নবপল্লী নাট্যসংস্থা দিল্লিতে তিনবার নাটকটি মঞ্চস্থ করেছে। তিনবারই প্রেক্ষাগৃহ পূর্ণ ছিল।
এই লেখক বলেন, পুলিশ জানিয়েছে লজ্জা মঞ্চস্থ হলে মুসলিমরা নাকি দাঙ্গা বাঁধাবে। মুসলিমরা দাঙ্গা বাঁধাবে এই অজুহাতে সম্পর্কের টানাপোড়েন নিয়ে লেখা আমার মেগাসিরিয়াল ‘দুঃসহবাস’, যেটি টেলিভিশনে আকাশ ৮ চ্যানেল থেকে সম্প্রচার করার কথা ছিল, সেটি বন্ধ করে দিয়েছিলেন রাজ্য সরকার। লজ্জার ঘটনা বাংলাদেশের। কী কারণে পশ্চিমবঙ্গের মুসলিমরা বাংলাদেশের ঘটনা নিয়ে দাঙ্গা বাঁধাবে, আমার বোধগম্য নয়।
এরপর তসলিমা বলেন, মুসলিমরা দাঙ্গা বাঁধাবে এই অজুহাতে আমাকে এক সময় পশ্চিমবঙ্গ থেকেও বের করে দেওয়া হয়েছিল।
সবশেষ এই লেখকের প্রশ্ন, যারা দাঙ্গা বাঁধাতে চায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে, শিল্প সাহিত্যকে নিষিদ্ধ করা হয় কেন? শিল্পী সাহিত্যিকের কন্ঠরোধ করা হয় কেন? এই প্রশ্নটি আর কত যুগ একা একা আমিই করে যাব? আর কারও দায়িত্ব নেই অন্যায়ের প্রতিবাদ করার?
উল্লেখ্য, তসলিমা নাসরিনের লেখা ‘লজ্জা’ উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯৯৩ সালে। কিছুদিনের মধ্যেই বাংলাদেশ নিষিদ্ধ ঘোষণা করা হয় এই বইটি। সেই উপন্যাস থেকেই তৈরি করা হয়েছিল ‘লজ্জা’ নাটক। যেটিও নিষিদ্ধ ঘোষণা করল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

আরও খবর

🔝