gramerkagoj
বৃহস্পতিবার ● ১৬ জানুয়ারি ২০২৫ ২ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
নতুন লুকে নেটদুনিয়ায় মুগ্ধতা ছড়ালেন অপু
প্রকাশ : বুধবার, ১ জানুয়ারি , ২০২৫, ০৫:২৬:০০ পিএম
বিনোদন ডেস্ক:
GK_2025-01-01_67751392a04f1.jpg

বছরের প্রথম দিনেই নতুন লুকে নেটদুনিয়ায় মুগ্ধতা ছড়ালেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। দিন যত যাচ্ছে ততই যেন বয়স কমছে অপুর। বর্তমানে অভিনয়ের পাশাপাশি নিয়মিতই কাজ করছেন মডেলিংয়ে। এদিকে ব্যবসায়ও যুক্ত রয়েছেন। এতো ব্যস্ততার মাঝেও প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে তাক লাগিয়ে দেন ভক্তদের।
আজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন অপু। ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন, ‘কোনো কিছুর শেষ থেকেই শুরু হয় নতুন কিছু’।
ওই ছবিগুলোতে দেখা যায়, অপুর পরনে রয়েছে কালো রঙের একটি মিনি গাউন। সঙ্গে লাল রঙের একটি ব্লেজার। পায়ে লং বুট জুতা। উচু ঝুটিতে হেয়ার স্টাইল আর মেকআপে একদম ভিন্ন অবতারে ক্যামেরায় ধরা দিয়েছেন অপু।
ছবিগুলো পোস্ট করা মাত্রই নানান মন্তব্যে অপুকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। একজন লিখেছেন, অসাধারণ মনোমুগ্ধকর লাগছে। অন্যজন লেখেন, মাশআল্লাহ। আবার কেউ কেউ বলছেন, দিন দিন পুরোনো লুকে ফিরছেন অপু। কেউ আবার বলছেন, দিন দিন যেন বয়স কমছে অপুর।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝