gramerkagoj
বৃহস্পতিবার ● ১৬ জানুয়ারি ২০২৫ ২ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
এই ভুলির দায় কাইগের!
প্রকাশ : রবিবার, ৫ জানুয়ারি , ২০২৫, ০৯:১৩:০০ পিএম
আক্কেল চাচা:
GK_2025-01-05_677aa92dba78b.jpg

মাজেমদ্দি মানসির কতা শুইনে আকাটা মাইরে যাই। ভাবি মানসির এত জ্ঞান গরিমে কনতে আসে। এইগের এই সব মিধা যদি কাজে লাগানো যাইতো তালি আমাগের দেশটা না জানি কত দূর আইগোয় যাইতো। হয়তো কতি পারেন কোন জ্ঞানের কতা কচ্চি। কুনডা থুইয়ে কুনডার কতা কবো।
কাল যিরাম আমার এক ভাইপো আমারে ডাইকে কলে চাচা, এট্টা জিনুসির হিসেব মিলোতি পাচ্চি নে। এট্টু হেজেমানে কইরে দিবা। আমি কলাম, ইশকুল আমলতে বরাবর অংক জিনুসটারে আমি ডরাই। তবু কলি যকন, ক’ চিস্টা দিয়ে দেকি কোন উহোশ নিহেশ কত্তি পারি কিনা। ভাইপো কলে, চাচা ধরো পরীক্কে দিয়ে আইচাও। ২৯ নম্বরের উত্তর দিচাও। সব সঠিক হইয়েচে। তালি কত নম্বর পাবা? আমি কলাম, এ তো পাগলেও কতি পারে। সব ঠিকঠাক হলি বড়জোর ২৯ পাব। এই কতা আবার আমার কাচে শুনার দরকার কি ! ভাইপো কলে, কতা তো সব শেষ হয়নি। একনো এট্টু দেড়ি আচে। আমি কলাম প্যাটে কতা জিয়োয় না রাইকে কইয়ে ফেল দিনি কি কতি চাইস। ভাইপো কলে তুমি জানো ২৯ পাবা। রিজাল্ট আউট বের হলি যদি দেকো ৯২ পাইচাও, তালি তুমার কিরাম লাগবে? আমি কলাম এই সব কচ্চি শুকনো বা ভিজে কিচু খাইস নিতো। ভাইপো কলে, তুমার কি সিডা মনে হচ্চে? আমি কলাম ২৯ কি কইরে ৯২ হতি পারে ! এই কতা শুইনে ভাইপো কলে, ইডাই তো আমারও কোচ্চেন। পরীক্কের খাতায় বা রিজাল্ট কাডে যদি ২৯ জাগায় ৯২ না হয় তালি ভুটার কাড বা জম্ম নিবন্ধনে হ্যাতো ভুল কনতে আসে। হ্যানো কোন বাড়ি নেই যাইগের বাড়ি এট্টা বা দুডো ভুটার কাড বা জম্ম নিবন্ধনে ভুল নেই। এই ভুল গুলোর জন্যি দায়ী কিডা? যারা লেকে তারা ভুল করবে আবার সেই দায় কেন পাবলিকির ঘাড়ে ফেলায় তেবে। ভুল সইর কত্তি গেলি আবার মচ্চি মুলামে যেরাম গাটি কাইটে টাকা চুয়া কচ্চে, সেইরাম পদে পদে হ্যারেজ খাতি হচ্চে। তলাশ কল্লি ইরাম বহুত ঘটনা পাওয়া যাবে যে বাপের চাইতে ছাবালের বয়েস বেশি। আবার মাইয়ের চাইতি মা বয়সে ছোট। নামের বানানের কতা আর নাইবা কলাম!
যারা এই সব কাজ করে তারা সবাই শিক্কিত, তাইগের ইরাম ভুল হয় কি কইরে কওদিনি চাচা। কতা শুইনে পুইতে গেলাম। আলাম কনে, মলাম যে!
ইতি-
অভাগা আক্কেল চাচা

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝