gramerkagoj
মঙ্গলবার ● ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
gramerkagoj
সপ্তাহের শেষে শৈত্যপ্রবাহের সম্ভাবনা, উত্তরাঞ্চলে ফের বাড়বে শীত
প্রকাশ : সোমবার, ৬ জানুয়ারি , ২০২৫, ০২:১১:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2025-01-06_677b905d704ff.jpg

চলতি সপ্তাহের শেষ দিকে একটি স্বল্পসময়ের শৈত্যপ্রবাহের সম্ভাবনা তৈরি হয়েছে। যার সময়কাল হতে পারে ৩ দিন। এটি দেশের উত্তর-পশ্চিমাঞ্চল এবং মধ্যভাগে প্রভাব ফেলবে। আগামী বৃহস্পতিবার এই শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

সোমবার সকালে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান। তিনি বলেন, এখন পর্যন্ত পাওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী ৯, ১০, ১১ জানুয়ারি ৩ দিন অথবা ১২ জানুয়ারিসহ মোট ৪ দিন স্বল্পকালীন একটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এই শৈত্যপ্রবাহ মৃদু থেকে মাঝারি ধরনের হতে পারে। এর বেশিরভাগ প্রভাব পড়বে উত্তর-পশ্চিমাঞ্চলে। তবে মধ্যাঞ্চলেও মৃদু প্রভাব পড়তে পারে। কিছু কিছু জায়গায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনাও রয়েছে।

আরও খবর

🔝