gramerkagoj
মঙ্গলবার ● ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম চট্টগ্রামে চার ধরনের জ্বরে বাড়ছে আক্রান্তের সংখ্যা, সবচেয়ে বেশি চিকুনগুনিয়া জুলাই স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন ও জাতীয় সংগীত পরিবেশন নিরাপত্তা মহড়া ও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া নির্দেশ যশোরের বৈছাআ আহ্বায়ক রাশেদ খানের পদত্যাগ দেশজুড়ে বিএনপি, এনসিপি ও জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা গাজায় ক্যাফে ইসরায়েলি হামলা, স্কুল ও ত্রাণকেন্দ্রে নিহত ৯৫ ইতিহাসের ভয়াল রাত আজও জাতির মনে দগদগে ক্ষত উদ্ধার একশ’ কেজি গাঁজার চালানে মিন্টুর সাথে আর কারা জড়িত? জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করলো যশোর ছাত্রদল যশোরে শিশু বলাৎকারের দায়ে কমল কুমার কর্মকারের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড
সিরিজ বাঁচিয়ে রাখল বাংলাদেশের মেয়েরা
প্রকাশ : বুধবার, ৮ জানুয়ারি , ২০২৫, ০৬:৪৮:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2025-01-08_677e76cdcf9db.JPG

চার ম্যাচ টি-২০ সিরিজের প্রথম দু’টিতে হার বাংলাদেশের। কিন্তু তৃতীয় ম্যাচে জয় পেয়েছে। কলম্বোতে বুধবার অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চার উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।
আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে লঙ্কান মেয়েরা। এই রান দুই বল হাতে রেখে তাড়া করে জয় নিশ্চিত করে বাংলাদেশ। চার ম্যাচ সিরিজে প্রথম জয় এটি। ২-১ ব্যবধানে এগিয়ে আছে শ্রীলঙ্কা। একই মাঠে বৃহস্পতিবার শেষ ম্যাচে মাঠে নামবে দু’দল।
টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় শ্রীলঙ্কা। ভালো কোনো জুটি গড়তে পারেনি তারা। তবে শেষদিকে হিরুনি হানসিকা ও শাশিনি গিমহানির ২১ বলে ৩৬ রানের জুটিতে শত রান পার করে দলটি। হানসিকা ১৯ বলে ২৪ ও গিমহানি সাত বলে ১৪ রানের ইনিংস খেলেন।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দু’টি উইকেট নেন আনিসা আক্তার সুবহা। এছাড়া নিশিতা আক্তার, ফাহমিদা, জান্নাতুল মাওয়ারাও করেছেন দারুণ বোলিং।
রান তাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম দুই বলেই উইকেট হারায় বাংলাদেশ। পরপর ফেরেন ঈভা ও সুমাইয়া আক্তার সুবর্ণা। এই চাপ সামলে তৃতীয় উইকেটে ৪৩ রানের জুটি গড়েন সাদিয়া ইসলাম ও ফাহমিদা ছোঁয়া। ২৮ বলে ২৪ রান করে সাদিয়া ফিরলে ভাঙে এ জুটি। তবে লড়তে থাকেন ফাহমিদা। ৪২ রান করে ফেরেন তিনি।
এরপর ১৩ রান করে সুমাইয়া ফিরলে বাকি কাজটা শেষ করেন ফাহমিদা। ১৮ বলে ২৬ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।

 

আরও খবর

🔝