gramerkagoj
শুক্রবার ● ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম ৫ আগস্টের পর রামিম-তাশরিকদের আরেক ‘যুদ্ধ’ খোঁজা হচ্ছে নগদের ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের নেপথ্যের ব্যক্তিদের জনগণের প্রত্যাশা পূরণে দরকার একটি নির্বাচিত সরকার : নার্গিস বেগম ডায়াবিটিস নিয়ন্ত্রণে করলা: প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন এই তেঁতো ওষুধ ইতিহাস গড়া মেয়েদের অভিনন্দন যশোরে প্রেমে সাড়া না দেওয়ায় এসিড নিক্ষেপ, তরুণীসহ তিনজন আহত যশোরে চোরাই অটোরিকশার যন্ত্রাংশসহ আটক এক, তিনজনের নামে মামলা অস্ত্র মামলায় যশোর কাজীপাড়ার প্রান্তের ১৭ বছর কারাদন্ড খোঁজা হচ্ছে নগদের ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের নেপথ্যের ব্যক্তিদের যশোরে লাইলি-মজনুকেও হার মানালো রহিম-সোহাগীর প্রেম

❒ জয়নুল আবদিন ফারুক

আওয়ামী লীগের দোসররা এখনও ঘাপটি মেরে বসে আছে
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি , ২০২৫, ০৫:১১:০০ পিএম
ঢাকা অফিস:
GK_2025-01-09_677fa4edcb43b.jpg

গোয়েন্দা সংস্থার এত লোক থাকার পরও কেন ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা যাচ্ছে না মন্তব্য করে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আওয়ামী লীগের দোসররা সরকারের ভেতর এখনও ঘাপটি মেরে বসে আছে। দেশকে অস্থির করার জন্য অত্যান্ত সুপরিকল্পিতভাবে তারা আবারও ষড়যন্ত্র করে যাচ্ছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কর্তৃক '৭১ এর মুক্তিযুদ্ধই জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অহংকার' শীর্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে ফারুক বলেন, আমরা আপনাদেরকে সমর্থন দিয়েছি। সমর্থন দিব। তবে এই সমর্থন কত দিন পর্যন্ত অব্যাহত থাকবে আমরা জানিনা।
ফারুক বলেন, দেশের জনগণ নির্বাচন চায়। তাই অনতিবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যে নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ ভোট দিতে পারবে। পছন্দমত প্রার্থীকে বিজয়ী করতে পারবে।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা এখনো বিভিন্ন জায়গায় বসে আছে। সচিবলায় বসে আছে। চিনি, পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের যে সিন্ডিকেট আওয়ামী লীগের আমলে করেছিল তাদের একজনকেও এখনো আইনের আওতায় আনতে পারেননি। সচিব, ডিসি, এসপিরা এখনো ডক্টর ইউনূসের ঘাড়ে বসে আছে। সচিবালয়ে কেন আগুন? এগুলো এখনো উদঘাটন করতে পারেননি কেন?
বিরোধীদলের সাবেক এই চিপ হুইপ বলেন, দেশে এত ডিজিএফআই, এত এনএসআই, এত গোয়েন্দা সংস্থার লোক তারপরও ইউনুস সরকারের আমলে কেন ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে পারছে না।
তিনি আরো বলেন, যারা কথাবার্তা বলছেন। ভেবে চিন্তে বলেন ষড়যন্ত্রকারীদেরকে সাহায্য করবেন না। এসব কথা বলে নির্বাচনকে বিলম্বিত করছেন। দয়া করে এসব কথা বন্ধ করুন।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক খানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের এর উপদেষ্টা আব্দুস সালামসহ মুক্তিযোদ্ধা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

আরও খবর

🔝