gramerkagoj
বুধবার ● ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি রিয়াল-পিএসজি গণহত্যাকারীকে আশ্রয় দিয়ে ইতিহাসের দায় নিচ্ছে ভারত সরকার : আখতার হোসেন বাগেরহাটে এ্যানজিন মেটাল ইন্ডাষ্ট্রিজের ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯ আফগান নারীদের নিপীড়নে তালেবান নেতৃত্ব অভিযুক্ত, আইসিসির গ্রেপ্তারি আদেশ শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগেরও বিচার দরকার: ফখরুল দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের জন্য এককালীন অনুদানের জন্য আবেদন আহবান অব্যাহত বৃষ্টিতে ব্যস্ততা বেড়েছে ছাতা কারিগরদের দলমত নয়, দায়বোধের জয়: জামায়াতপন্থী নেতাদের হাত ধরে শৈলকুপার ধরমপাড়া রাস্তায় ফিরল স্বস্তি আরও কয়েক দিন চলবে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস মোরেলগঞ্জে ফের পানগুছি নদীর ভাঙ্গনের মুখে শত শত পরিবার

❒ মির্জা ফখরুল ইসলাম

যুদ্ধের জন্য মোবাইল হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি , ২০২৫, ০৫:৩১:০০ পিএম
ঢাকা অফিস:
GK_2025-01-09_677fa59033f8d.jpg

যুদ্ধের জন্য মোবাইল হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আজ ফ্যাসিবাদকে সরিয়ে দাঁড়াতে পেরেছি। এখানে আমরা যেন কোনভাবেই হীনমন্যতা না ভুগী।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। খালেদা জিয়ার কোর্টে দেওয়া জবানবন্দির ওপর রচিত ‘রাজবন্দির জবানবন্দি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান উপলক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, সংস্কার-সংস্কার বলা হচ্ছে। আরে সংস্কার তো আমরাই প্রথম শুরু করেছি, জিয়াউর রহমান প্রথম সংস্কার করেছেন, একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। সংবাদপত্রের স্বাধীনতা, মুক্তবাজার অর্থনীতি নিয়ে এসেছেন। জিয়াউর রহমানের ১৯ দফাই বড় সংস্কার। আমাদের বড় বড় বুদ্ধিজীবীরা এটাকে সামনে আনবে না। কারণ তারা এখন মাটির মানুষের কাছাকাছি যেতে পারেননি।
বিএনপির মহাসচিব বলেন, মোবাইল এখন যুদ্ধের সবচেয়ে বড় হাতিয়ার। আমরা অনেকে এটা উপলব্ধি করতে পারি না। এটাই শত্রুকে পরাজিত করতে পারে। ২০২৪ সালের ৫ আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলন এতো দ্রুত স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে গেছে কী কারণে? এই হাতিয়ারের কারণে। এই জায়গাটায় আমরা অনেক দুর্বল। এখানে আমাদের সবল হতে হবে এবং দীপ্ত পদচারণা থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের উপস্থিতি অনেক কম।
খালেদা জিয়ার জবানবন্দির ওপর রচিত বই একটা ইতিহাস উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার জবানবন্দি একটা ইতিহাস, এটাই একটা দিকনির্দেশনা। এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাজনীতি। ওনার (খালেদা জিয়া) কোর্টে দেওয়া জবানবন্দি বারবার পড়া উচিত।
তিনি আরো বলেন, আজকে খালেদা জিয়া মুক্ত হয়ে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছেন। তিনি গিয়েছেন রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে। পথে পথে লাখ লাখ মানুষ অভিনন্দন জানিয়েছেন ভালোবাসা থেকে। আন্তর্জাতিকভাবে তিনি যে সম্মান পেয়েছেন, কোথাও বাধা পেতে হয়নি। আমরা যেখানে যেটা দরকার চেয়েছি, সঙ্গে সঙ্গে করে দিয়েছে।
কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বলেন, কোনো ধরনের পারিশ্রমিক না নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে গিয়েছেন। ব্রিটিশ সরকারকে ধন্যবাদ জানাই, তারা ম্যাডামের যাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন।
খালেদা জিয়া মুক্তভাবে চিকিৎসার জন্য গিয়েছেন, এর চেয়ে বড় পাওয়া কি আছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক শফিক রেহমান, সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ প্রমুখ।

আরও খবর

🔝