gramerkagoj
রবিবার ● ৬ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
gramerkagoj
আট হাজারে তামিম
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি , ২০২৫, ০৬:৫৭:০০ পিএম , আপডেট : শনিবার, ৫ জুলাই , ২০২৫, ১০:২৮:১৩ এএম
ক্রীড়া ডেস্ক:
GK_2025-01-09_677fc7f43e832.jpg

আরেকটি প্রথমের রেকর্ডের সাক্ষী হলো বাঁহাতি ওপেনারের ব্যাট। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে রেকর্ডের সাক্ষী হয়েছেন দেশ সেরা বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বীকৃত টি-২০’তে আট হাজার রান ছুঁয়েছেন এ ব্যাটার।
রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামার আগে নয় রান প্রয়োজন ছিল বাঁহাতি ওপেনারের। ইনিংসের পঞ্চম ওভারে অফ স্পিনার শেখ মেহেদী হাসানকে চার মেরে আট হাজারের ক্লাব স্পর্শ করেন তিনি। বাংলাদেশের প্রথম হলেও বিশ্বের ৩৪তম ব্যাটার হিসেবে এই মাইলফলক গড়েছেন তামিম। বর্তমানে তামিমের রান চারটি সেঞ্চুরিতে ৮০৩১।
ম্যাচ খেলেছেন ২৭২টি। বাংলাদেশের হয়ে তার পরেই আছেন সাকিব আল হাসান। তার রান ৭৪৩৮। আর তিনে থাকা মাহমুদ উল্লাহ রিয়াদের রান ৬০৯২।
স্বীকৃত টি-২০’তে সর্বোচ্চ ১৪৫৬২ রান নিয়ে শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।

আরও খবর

🔝