gramerkagoj
মঙ্গলবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৫ ৩১ ভাদ্র ১৪৩২
gramerkagoj
টানা ছয় ম্যাচে জয় রংপুর রাইডার্সের
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি , ২০২৫, ০৭:০৩:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2025-01-09_677fc969093ce.JPG

রংপুর রাইডার্সের জয়ে জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ২৬ রান। কাইল মায়ার্সের করা ২০তম ওভারে ৩০ রান তুলে রংপুরকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন দলটির দলনেতা নুরুল হাসান সোহান। এই নিয়ে টানা ছয় ম্যাচে সবকটিতে জিতেছে উত্তরবঙ্গের দলটি।
বৃহস্পতিবার টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠায় রংপুরের অধিনায়ক সোহান। ব্যাট করতে নেমে ভালো শুরু এনে দেন তামিম ও নাজমুল হোসেন শান্ত। শান্ত ৩০ বলে ৪১ ও তামিম ৩৪ বলে ৪০ রান করে আউট হন। এরপর কাইল মায়ার্সের ঝড়ো ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে বরিশাল। মায়ার্স ২৯ বলে ৬১ রানে অপরাজিত থাকেন। রংপুরের পক্ষে কামরুল রাব্বি নেন দু’টি উইকেট।
১৯৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই অ্যালেক্স হেলসের উইকেট হারায় রংপুর। মাত্র এক রান করেন এই ইংলিশ ব্যাটার। এরপর সাইফ হাসান ও তৌফিক খান মিলে শুরুর ধাক্কা সামাল দেন।
তবে দ্রুতই জোড়া উইকেট হারায় রংপুর। সাইফ ১৯ বলে ২২ ও তৌফিক ২৮ বলে ৩৮ রান করে ফিরে যান। এরপর খুশদীল শাহকে সঙ্গে নিয়ে বরিশালের বোলারদের ওপর চড়াও হন ইফতিখার আহমেদ। ৯১ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।
তবে দলীয় ১৫৭ রানে ৩৬ বলে ৪৮ রান করে আউট হন ইফতিখার। তার বিদায়ের পর মারমুখী ব্যাটিং চালিয়ে যান খুশদীল। ২৩ বলে ৪৮ রান করে তিনি আউট হলে জয়ের আশা শেষ হয়ে যায় রংপুরের।
জয়ের জন্য শেষ ওভারে রংপুরের প্রয়োজন ছিল ২৬ রান। ওভারের প্রথম বলেই ছক্কা মেরে জয়ের স্বপ্ন জিইয়ে রাখেন সোহান। পরের চার বলে আরও চার বাউন্ডারি হাঁকিয়ে জয়ের পথ সহজ করেন তিনি। তাতে সমীকরণ দাঁড়ায় এক বলে ২ রানে। শেষ বলে ছক্কা হাঁকিয়ে রংপুরকে অবিশ্বাস্য এক জয় এনে দেন সোহান। সাত বলে ৩২ রানে অপরাজিত থাকেন রংপুরের দলনেতা।

আরও খবর

🔝