gramerkagoj
শনিবার ● ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম কিসাস ভিত্তিক শাস্তির দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ কুষ্টিয়ার দৌলতপুরে ব্যবসায়ীকে মারধর, বাড়িতে হামলা ও গাড়িতে আগুন দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা নির্বাচন পিছিয়ে দেওয়ার অজুহাত আর চলবে না : মঈন খান গাইবান্ধায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত, আহত স্ত্রী-সন্তান “আমরা কী ধরনের দেশে বাস করছি?” নিম্নমানের সামগ্রীতে সড়ক নির্মান, চিঠি দিয়েও নিরুপায় এলজিইডি স্ত্রীকে হত্যা করে ১১ টুকরো করলেন স্বামী, ব্রাহ্মণবাড়িয়া থেকে আটক করল র‌্যাব মিটফোর্ডে ব্যবসায়ী হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা মধ্যপ্রাচ্যে ট্রাম্পের তত্ত্ব ব্যর্থ : ইরান
লেবুতলা ইউপি চেয়ারম্যান মিলনের কারাদন্ড
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি , ২০২৫, ০৯:০৯:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2025-01-09_677fe71dbfc29.jpg

আদালতের আদেশ অমান্য করায় যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের চেয়ারম্যান আলীমুজ্জামানন মিলনকে পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এক আদেশে তাকে এ সাজা দিয়েছেন। তিনি বর্তমানে পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৯ সালের ২৮ আগস্ট যশোর সদর উপজেলার দলেননগর গ্রামের নিজাম বিশ^াসের মেয়ে বৃষ্টি খাতুন তার স্বামীসহ তিনজনের বিরুদ্ধে আদালতে যৌতুক মামলা করেন। তৎকালীন বিচারক অভিযোগ গ্রহণ করে লেবতুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দেন। কিন্তু তদন্ত কর্মকর্তা পরবর্তী ধার্য তারিখের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দেননি। এমনকি তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য আদালতে সময়ের আবেদনও করেননি।
২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি দীর্ঘ সময় অতিবাহিত হলেও তদন্ত প্রতিবেদন জমা না দেয়ায় চেয়ারম্যান আলীমুজ্জামান মিলনকে আদালতে উপস্থিত হয়ে জবাব দেয়ার আদেশ দেন বিচারক। চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন আদালতে উপস্থিত না হওয়ায় ২ জুলাই ব্যাখ্যা চেয়ে ফের দেয় আদেশ দেন আদালত। এরপরও মামলার ধার্য দিন ৮ জানুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দেননি চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন। বারবার আদালতের আদেশ অমান্য করায় বিচারক বৃহস্পতিবার চেয়ারম্যান মিলনকে পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

 

আরও খবর

🔝