gramerkagoj
বুধবার ● ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম ডিসেম্বরে শেষ হবে ব্যাংক ও এসএমই খাতের সংস্কার আইনি প্রক্রিয়ায় অস্ত্রের লাইসেন্স পেয়েছেন আসিফ মাহমুদ সজীব : স্বরাষ্ট্র উপদেষ্টা আইএইএর সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধের ঘোষণা দিল ইরান চট্টগ্রামে একদিনে ৫ জনের করোনা শনাক্ত, জুনে আক্রান্ত ১৬৫ জন ৫ আগস্ট এখন ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, থাকবে সারাদেশে সাধারণ ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের শিকড় খুলনার পিঠাভোগ গ্রামে রাজধানীতে পাহাড়ি ফল মেলা শুরু : সুপ্রদীপ চাকমার উদ্বোধন চার দশকের দখলীয় জমি থেকে উচ্ছেদের শঙ্কায় বান্দরবানের ৯ কৃষি পরিবার পটুয়াখালীর কলাপাড়ার বহুল আলোচিত ডা. লেলিন অবশেষে বদলি দিনাজপুর-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমানের মতবিনিময়
১৫ বছর পর মাগুরার মিটু হত্যা মামলার আসামি আটক
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি , ২০২৫, ০৯:১১:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2025-01-09_677fe75fb997e.png

দীর্ঘ ১৫ বছর পর মাগুরা সদর উপজেলার সংকোচখালী গ্রামে মিটু হত্যাকান্ডের রহস্য উন্মোচন করেছে পিবিআই যশোর। মামলার তদন্ত শেষে প্রধান আসামি ছিদ্দিক মুন্সিকে গ্রেপ্তার করা হয়েছে। ছিদ্দিক সংকোচখালী গ্রামের আব্দুস সালাম মুন্সির ছেলে।
পিবিআই জানায়, ২০০৯ সালের ২১ এপ্রিল সকালে মাগুরা সদর উপজেলার সংকোচখালী গ্রামের এক স্থানে মিটুর রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। পরে মিটুর বাবা বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ছিদ্দিক মুন্সিসহ আরও কয়েকজনকে আসামি করা হয়।
পিবিআই যশোরের তদন্ত কর্মকর্তা এসআই হাবিবুর রহমান জানান, তার তদন্তে উঠে আসে মিটু হত্যাকান্ডে ছিদ্দিক মুন্সি সরাসরি জড়িত। তার প্রেক্ষিতে বুধবার বিকেলে নিজ বাড়ি থেকে ছিদ্দিককে আটক করা হয়। বৃহস্পতিবার তাকে মাগুরা আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, মামলাটি প্রথমে সিআইডি তদন্ত করে চার্জশিট দাখিল করে। তবে,আসামিপক্ষ উচ্চ আদালতে মামলার স্থগিতাদেশ নেন। ২০১৬ সালে স্থগিতাদেশ খারিজ হলে আদালত পিবিআই যশোরকে পুনরায় মামলাটি তদন্তের নির্দেশ দেয়। পরবর্তীতে আবারও স্থগিতাদেশ নেয় আসামিপক্ষ। অবশেষে ২০২৪ সালের অক্টোবর মাসে আদালত স্থগিতাদেশ বাতিল করে পিবিআই যশোরকে মামলাটি অধিকতর তদন্তের দায়িত্ব দেয়। তদন্তে উঠে আসে পূর্বপরিকল্পিতভাবে ছিদ্দিক মুন্সির নেতৃত্বে হত্যাকান্ড চালানো হয়েছে।

 

আরও খবর

🔝