gramerkagoj
বুধবার ● ১৬ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম প্রবল বর্ষণে যশোরে সবজিসহ ৩১৯১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক যশোরে কুমারী সেজে দ্বিতীয় বিয়ে ও মালামাল আত্মসাৎ, স্বামীর আদালতে মামলা পাউবির ত্বরিত পদক্ষেপে বিকল স্লুইস গেট সচল মণিরামপুরে আব্দুল মান্নান হত্যার দায় স্বীকার ভাই ও ভাইপোর অস্ত্রসহ আটক রয়েল দুই দিনের রিমান্ডে শান্তির হ্যাট্রিকে ভুটানকে হারালো বাংলাদেশ চৌগাছায় টানা বৃষ্টিতে একশ হেক্টর আউশ ধান পানির নিচে, দুশ্চিন্তায় কৃষকরা যারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে তারা গণতন্ত্রের বন্ধু হতে পারে না: অমিত একটি মেডিক্যাল ক্যাম্প ও ভ্রমণ কাহিনী যশোরে একদিনের ব্যবধানে ফের আটটি স্বর্ণের বার উদ্ধার,  দুই পাচারকারী আটক
চীনে কিশোরের মৃত্যুর ঘটনার জেরে সহিংস বিক্ষোভ
প্রকাশ : শুক্রবার, ১০ জানুয়ারি , ২০২৫, ১২:৫৯:০০ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
GK_2025-01-10_6780bd9ca217e.jpg

উত্তর-পশ্চিম চীনে স্কুলের ছাত্রাবাসে দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যুর ঘটনার জের ধরে সহিংস বিক্ষোভ শুরু হয়েছে। শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ভিডিওগুলোতে দেখা গেছে, শানসি প্রদেশের পুচেং-এ বিক্ষোভকারীরা পুলিশের দিকে বিভিন্ন বস্তু ছুঁড়ে মারছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, কিশোরটি ২ জানুয়ারি তার স্কুলের ছাত্রাবাসে এক দুর্ঘটনায় মারা যায়। কিন্তু তার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ ছড়িয়ে পড়তে থাকে যে এটি ধামাচাপা দেওয়া হয়েছে।
বিবিসি জানিয়েছে, এর পরপরই বিক্ষোভ শুরু হয় এবং বেশ কয়েক দিন স্থায়ী হয়। তবে চলতি সপ্তাহের শুরুতে দৃশ্যত সেগুলো দমন করা সম্ভব হয়। তারপর থেকে পুচেং-এ আর কোনও বিক্ষোভের প্রমাণ বিবিসি দেখেনি।
পুচেং-এর বিক্ষোভের বিষয়ে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম নীরব। বিক্ষোভের যেকোনো ক্লিপ বা উল্লেখ চীনা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মূলত সেন্সর করা হয়েছে, যেমনটি সাধারণত কর্তৃপক্ষ সংবেদনশীল বলে বিবেচিত ঘটনাগুলো ক্ষেত্রে করে থাকে।
কিন্তু চীন থেকে বেশ কিছু ভিডিও ফাঁস হয়েছে এবং এগুলো এক্স-এ পোস্ট করা হয়েছে।
বিবিসি নিশ্চিত করেছে যে এই ভিডিওগুলি পুচেং ভোকেশনাল এডুকেশন সেন্টারে ধারণ করা হয়েছিল।
বিবিসি পুচেং সরকারের প্রচার বিভাগের একজন প্রতিনিধির সাথে যোগাযোগ করা হলে তিনি বিক্ষোভের কথা অস্বীকার করেন।

আরও খবর

🔝