gramerkagoj
বৃহস্পতিবার ● ১৬ জানুয়ারি ২০২৫ ২ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
খুলনার সাবেক কাউন্সিলর টিপুকে কক্সবাজারে গুলি করে হত্যা
প্রকাশ : শুক্রবার, ১০ জানুয়ারি , ২০২৫, ০১:২২:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2025-01-10_6780c5de9af27.jpg

খুলনার সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুকে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সীগালের সামনে গুলি করে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত গোলাম রব্বানী টিপু (৫৫) খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং দৌলতপুরের বাসিন্দা মো. গোলাম আকবরের ছেলে। তিনি খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি।
প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক আব্দুস সালাম গুলিবিদ্ধ গোলাম রব্বানী টিপুকে তার অটোরিকশায় তুলে সদর হাসপাতালে নিয়ে যান। আব্দুস সালাম বলেন, হোটেল সি-গাল পয়েন্ট সৈকতে নামার কাঠের সিঁড়িতে একটি গুলির আওয়াজ শুনে দাঁড়াই। দেখি এক ব্যক্তি ঢলে পড়ছেন। এর পাশেই দু-জনজন লোক দ্রুত একটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এ সময় আশপাশের লোকজনও দিগ্‌বিদিক ছুটতে থাকে। তখন গুলিবিদ্ধ ব্যক্তিকে অটোরিকশায় তুলে দ্রুত হাসপাতালে নিয়ে যাই।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান জানান, তিনি ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। খুনের বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতালে নেওয়ার পর পকেট থেকে জাতীয় পরিচয়পত্র দেখে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝