gramerkagoj
সোমবার ● ১ সেপ্টেম্বর ২০২৫ ১৬ ভাদ্র ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপির চারদিনব্যাপী কর্মসূচি শুরু খুলনায় সাংবাদিক বুলুর রহস্যজনক মৃত্যু গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে আহত চবির ১৮০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ৬০ মহেশপুরে ৩ ক্লিনিকে মোবাইল কোর্ট: জরিমানা ও সিলগালা কেশবপুরের তারেক সরদার হত্যা মামলায় তিনজনের ২ দিনের রিমান্ড মঞ্জুর যশোরে সোনা চোরাচালানকারী সন্দেহে একজন আটক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় প্রধান শিক্ষকসহ ৬ জনের বিরুদ্ধে শিক্ষকের মামলা রেলগেট পশ্চিমপাড়ার আলোচিত সাগরের বিরুদ্ধে আদালতে মামলা যশোরে দেড় কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক যশোরে ইট দিয়ে মেরে নারীর মাথা থেঁতলে দিলো যুগল
হাতিয়ায় মিছিলে স্লোগান দিতে গিয়ে যুবদল নেতার মৃত্যু
প্রকাশ : শুক্রবার, ১০ জানুয়ারি , ২০২৫, ০৩:০৩:০০ পিএম
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
GK_2025-01-10_6780daf94ce33.jpg

নোয়াখালী হাতিয়ায় মিছিলে স্লোগান দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. ফারুক নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধায় উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজারে এ মৃত্যুর ঘটনা ঘটে।
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মো. ওমর ফারুক সোনাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শফিউল্লাহ মিয়ার ছেলে। তিনি একই ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।
হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার চরচেঙ্গা বাজারে যুবদল কর্মী সমাবেশের আয়োজন করে। ওই সমাবেশে যুবদল নেতা ফারুক নেতৃত্ব দিয়ে স্থানীয় বাংলা বাজার থেকে মিছিল নিয়ে সভাস্থলে আসেন। মিছিল চলা অবস্থায় হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং তার নাক ও মুখ দিয়ে ফেনা বের হয়। পরে তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জানান যে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে দুই ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
তার মৃত্যুতে নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান শোক জানিয়েছেন। তিনি যুবদল নেতা ফারুকের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম আজমল হুদা বলেন, বিষয়টি শুনেছি। মিছিলে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থানায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়েছে।

আরও খবর

🔝