gramerkagoj
শুক্রবার ● ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম শারীরিক প্রতিবন্ধকতা জয় করে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ যুক্তরাজ্যে লেবার পার্টিতে বড় ধরনের ভাঙন, নতুন বাম দল গঠনের ঘোষণা মুরাদনগরে ভিডিও ছড়ানোর নেপথ্যে ভাইয়ের বিরুদ্ধে প্রতিশোধ কুয়াকাটা মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মবে জামায়াতের কোনো কর্মী জড়িত নয় : ডা. শফিকুর রহমান টানা বৃষ্টিতে বন্যা-ভূমিধসে নিহত ৬৩, শত কোটি টাকার সম্পদ ধ্বংস বিদেশি পিস্তলসহ কুমিল্লায় বিএনপি নেতা খোকন মিয়া গ্রেপ্তার যশোরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালো ১২ বছরের সুলতান মোটরসাইকেল কিনে না দেয়ায় ছেলের হাতে প্রাণ গেল বাবার মব নয়, জুলাইয়ের ছাত্র-জনতা ছিল বিপ্লবী ও দায়িত্বশীল
হাতিয়ায় মিছিলে স্লোগান দিতে গিয়ে যুবদল নেতার মৃত্যু
প্রকাশ : শুক্রবার, ১০ জানুয়ারি , ২০২৫, ০৩:০৩:০০ পিএম
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
GK_2025-01-10_6780daf94ce33.jpg

নোয়াখালী হাতিয়ায় মিছিলে স্লোগান দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. ফারুক নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধায় উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজারে এ মৃত্যুর ঘটনা ঘটে।
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মো. ওমর ফারুক সোনাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শফিউল্লাহ মিয়ার ছেলে। তিনি একই ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।
হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার চরচেঙ্গা বাজারে যুবদল কর্মী সমাবেশের আয়োজন করে। ওই সমাবেশে যুবদল নেতা ফারুক নেতৃত্ব দিয়ে স্থানীয় বাংলা বাজার থেকে মিছিল নিয়ে সভাস্থলে আসেন। মিছিল চলা অবস্থায় হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং তার নাক ও মুখ দিয়ে ফেনা বের হয়। পরে তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জানান যে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে দুই ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
তার মৃত্যুতে নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান শোক জানিয়েছেন। তিনি যুবদল নেতা ফারুকের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম আজমল হুদা বলেন, বিষয়টি শুনেছি। মিছিলে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থানায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়েছে।

আরও খবর

🔝