gramerkagoj
রবিবার ● ৬ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
gramerkagoj
ঘোড়াঘাট প্রেসক্লাবে মতবিনিময় ও আলোচানা সভা অনুষ্ঠিত
প্রকাশ : শুক্রবার, ১০ জানুয়ারি , ২০২৫, ০৪:৩০:০০ পিএম
আজহারুল ইসলাম সাথী, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
GK_2025-01-10_6780f2627df25.jpg

দিনাজপুরের ঘোড়াঘাটে ঘোড়াঘাট প্রেস ক্লাবের উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) সকাল ১১ টায় ঘোড়াঘাট প্রেসক্লাবের সভাপতি ও সাবাদিক আব্দুল গাফ্ফার প্রধানের সভাপতিত্বে মতবিনিময় ও অলোচানা সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় ও আলোচানা সভায় ঘোড়াঘাট প্রেসক্লাবের সাধারণ সমম্পাদক ও সাংবাদিক মোঃ সেলিম রেজা দিক নির্দেশনা মুলক বক্তবে বলেন, সাংবাদিকরাতো মানুষের জন্য কাজ করে। সাংবাদিকরাতো মানবতার কাজ করে। সাংবাকিরাতো মানবাধিকারের জন্য কাজ করে আজকে দেখা যায় কোন সাংবাদিক যদি দূর্ণীতিবাজের রোষানলে পরে ,তাহলে সাধারণ মানুষ আমাদের পাশে পাওয়া যায় না। তাই আমি সাবাদিকদের আহবান করবো আসুন প্রেসক্লাবের পতকার তলে। আপনার নিরপত্তা নিশ্চয়তা প্রয়োজনে কাঁধেকাঁধ মিলে কাজ করি। প্রেসক্লাব শুধু একটি সংগঠন নয় এটি একটি পরিবার আমরা সবাই এই পরিবারের সদস্য। কার কি পদ,বা কার কি অবস্থা সেটি বড় কথা নয়। আমাদের সকলের চেতনা থাকতে হবে একটায় সেটি হলো আমরা সকলেই এক। পরিষেশে সকলের সুস্থতা ও দির্ঘায়ু কামনা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও সাংবাদিক মোফাজ্জল হোসেন, আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক তোজাম্মেল হক, সাংবাদিক আব্দুল রাজ্জাক, সাংবাদিক মোঃ আজহারুল ইসলাম সাথী, সাংবাদিক সুমন মিয়া, সাংবাদিক মেহেদি হাসান, আহসান হাাব্বি, জয়নুল আবেদিন, নজিবর হোসেন প্রমুখ।

আরও খবর

🔝