gramerkagoj
বৃহস্পতিবার ● ১৬ জানুয়ারি ২০২৫ ২ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
গোপালগঞ্জে বিএনপি-আ.লীগের সংঘর্ষ
প্রকাশ : শনিবার, ১১ জানুয়ারি , ২০২৫, ১০:৪৮:০০ এএম
গোপালগঞ্জ প্রতিনিধি:
GK_2025-01-11_6781f82daab4a.jpg

গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ নিয়ন্ত্রণে চেষ্টা করছে পুলিশ।
শুক্রবার (১০ জানুয়ারি) গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার চৌরঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় গ্রুপের প্রায় ৫০ জন আহত হয়েছেন।
জানা গেছে, আওয়ামী লীগের দলীয় লোকজন বিএনপির পোস্টার ছেঁড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়াল হতে আওয়ামী নেতা খিপু মিয়ার লোকজন বিএনপির পোস্টার ছিঁড়ে ফেলেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিএনপির দলীয় নেতাকর্মীরা আওয়ামী লীগের লোকজনকে ধাওয়া দিলে দুই গ্রুপের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৫০ জন আহত হন। আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু কালবেলাকে জানান, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়াল থেকে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের ছবি সংবলিত পোস্টার আওয়ামী লীগ নেতা খেপু মিয়ার লোকজন ছিঁড়ে ফেলে। এ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে। পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝